মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৩৭৭ বাংলাদেশি! আটক ভারতীয়রাও

337 bangladeshi arrested in malaysia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ জুয়ার আসরে হানা দিয়ে 770 জন বিদেশিকে হাতেনাতে ধরল মালেশিয়ার অভিবাসন দপ্তর। জানা যাচ্ছে, দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি বহুতলে বেআইনি জুয়ার আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের সদস্যরা। আর তারপরেই গ্রেপ্তার হন বিদেশি অভিযুক্তরা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, আটক হওয়া বিদেশিদের মধ্যে 58 জন ভারতের নাগরিক (Indians Arrested In Malaysia)।

বেআইনি কাজে যুক্ত প্রত্যেককেই গ্রেফতার করেছে অভিবাসন দপ্তর

বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকেট বিনতাং এলাকার একটি ভবনে জুয়ার ঠেকে হাজির হয়ে অভিযুক্ত প্রত্যেককেই আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন দপ্তর। যদিও, হঠাৎ করেই জুয়ার আসরে অপরিচিত ব্যক্তিদের দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেছিলেন অনেকেই। কেউ ছাদে উঠে, কেউ আবার পেছনের দরজা দিয়ে বাইরের পথ খোঁজার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত কোনও মন্ত্রেই কাজ হয়নি।

অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ৬ ঘণ্টা মহিলার সঙ্গ দিলেন Rapido ড্রাইভার, নিলেন না অতিরিক্ত চার্জও

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েই সক্রিয় হয় অভিবাসন দপ্তর

ওই প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন সামাজিক অনুষ্ঠানের নাম করে কুয়ালালামপুরের ওই বহুতলে জুয়ার আসর বসিয়েছেন বিদেশীরা। আর তারপরই, ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 10 টা পর্যন্ত চলে অভিযান। ওসমান বলেন, স্থানীয়দের সহায়তায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর নথিপত্র যাচাইয়ের সময় ধরা পড়েন অভিযুক্তরা।

বসরির সংযোজন, মঙ্গলবার ওই বহুতলে উপস্থিত ছিলেন মোট 2445 জন ব্যক্তি, তাদের মধ্যে 1600 জন বিদেশি। আমরা যখন নথি যাচাই করতে যাই, ঠিক সেই সময়ে 770 জনকে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করি। এদিকে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো আবার মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে 377 জনকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করলেও বাদ যায়নি ভারত, নেপালও। প্রতিবেদনটি দাবি করছে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 235 জন মায়ানমারের হলেও বাকি 72 জন নেপালি এবং 58 জন ভারতের নাগরিক।

Leave a Comment