তাপপ্রবাহে মৃত্যু হলে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার, বিজ্ঞপ্তি নবান্নর

Heatwave
Heatwave

কৃশানু ঘোষ, কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ‘স্টেট এক্সিকিউটিভ কমিটি’–র একটি বৈঠকে তাপপ্রবাহকে (Heatwave) ঘোষণা করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে। যার ফলে এবার থেকে রাজ্যে তাপপ্রবাহ কিংবা হিটস্ট্রোক বা হিট ওয়েভ–জনিত মৃত্যুর ঘটনা ঘটলে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের জন্য দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের মতো ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।

কীভাবে দেওয়া হবে এই টাকা?

তবে, এই অর্থ সাহায্য প্রদান করা হবে পুরোটাই ময়না তদন্তের রিপোর্ট যাচাই করার পর। এখনও পর্যন্ত বজ্রাঘাত, নদী ভাঙন, ভারী বৃষ্টি, বন্য প্রাণীর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, বিষাক্ত প্রাণীর কামড়, বনে আগুন লাগা থেকে মৃত্যু, নৌকাডুবি, দুর্ঘটনাশত অগ্নিকাণ্ড, গাছ পড়ে এবং দুর্ঘটনাবশত বাড়ি ধসে মৃত্যুর মতো ১৪টি ঘটনা প্রাকৃতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত ছিল; তবে এবার এই তালিকায় নব সংযোজন হল তাপপ্রবাহ।

শহর ও গ্রামের শ্রমজীবী মানুষ, যারা গরমের সময়ে অতিরিক্ত পরিশ্রম করেন, তাদের জন্য সরকারের নয়া এই পদক্ষেপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক বিপর্যয়ের তালিকায় এখনও পর্যন্ত তাপপ্রবাহের ফলে হওয়া মৃত্যুকে অন্তর্ভুক্ত করা হয়নি।

আরও পড়ুনঃ ভারতের এই ১০ হাইওয়ের ওপর দিয়ে ছুটবে হাইড্রোজেন ট্রাক, ঘোষণা নীতিন গড়করীর

দীর্ঘদিন ধরেই চলছিল পরিকল্পনা

রাজ্যে গত কয়েক বছর ধরেই গরমের তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সূত্র অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই এই বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে, আগস্ট মাসে এই বিষয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই অনুযায়ী রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তরে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের প্রভাব কমানোর লক্ষ্যে অ্যালার্ট, জনসচেতনতা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তাপপ্রবাহ বা হিট স্ট্রোক বা সান স্ট্রোকে রাজ্যের কারও মৃত্যু হলে মৃতের পরিবার দু’লক্ষ টাকা পাবে।

Leave a Comment