পুরুষকে শ্লীলতাহানির অভিযোগ সজল ঘোষের বিরুদ্ধে! মুখ খুলল পুলিশও

Sajal Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ! তবে মহিলা নয়, এক পুরুষকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবার বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরণের বিস্ফোরক অভিযোগে রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। আর সেই নিয়ে এবার মুখ খুললেন খোদ সজল বাবু।

শ্লীলতাহানির অভিযোগ সজল ঘোষের বিরুদ্ধে

পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে তাতে বলা হয়েছে, গত ৯ আগস্ট নবান্ন অভিয়ানের সময় এক পুরুষকে জুতো দেখিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছিল। আর সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনার তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “যদি কাউকে জুতো দেখিয়েও থাকি, তাতে কি এমন অন্যায় করেছি? চরিত্র নিয়ে কথা বলছে, ঠিক আছে, কিন্তু রুচি নিয়েও প্রশ্ন তুলছে! পুরুষকে নাকি শ্লীলতাহানি করেছি! যে ধারায় মামলা দেওয়া হয়েছে, সেটা তো করাতে গেলে একজন মহিলার থাকা দরকার। দিনের পর দিন পুলিশ আসলে কোথায় পৌঁছে গিয়েছে, বোঝাই যাচ্ছে।”

সজলের দাবি অস্বীকার পুলিশের

এদিকে সজল ঘোষের কটাক্ষকে সম্পূর্ণ অস্বীকার করেছে কলকাতা পুলিশ। তাঁরা জানিয়েছেন যে, সজল ঘোষ শুধু পুরুষকে জুতো দেখাননি, তিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সাংসদ দোলা সেন সম্পর্কে কুরুচিকর মন্তব্যও করেছেন। সেই হিসেবেই ধারা যুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নির্দিষ্ট ধারা সজল ঘোষের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ দাবি করছে যে, কোনও পুরুষকে শ্লীলতাহানির যে অভিযোগ উঠে আসছে, সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ৩ (৫) এবং ৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: অ্যাডমিটে ছবি বিভ্রাটের জের, পরীক্ষার্থীদের পরিচয়পত্র নিয়ে নয়া নির্দেশিকা SSC-র

উল্লেখ্য, বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানির এই মামলা সামনে আসতেই কার্যত রাজনৈতিক মহলে এক চরম বিক্ষোভের সমারোহ তৈরি হয়েছে। শাসকদল তৃণমূল শিবিরের দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, এ থেকেই তাঁদের প্রকৃত চরিত্র বোঝা যাচ্ছে। অন্যদিকে বিরোধী দল বিজেপি বলছে, পুলিশকে হাতিয়ার করেই বিরোধীদের দমন করার চেষ্টা করছে সরকার। তবে এই সংস্কৃতি খুব বেশিদিন চলবে না বাংলায়।

Leave a Comment