সহেলি মিত্র, কলকাতাঃ TRP-র মহাযুদ্ধে লিপ্ত হয়েছে বাংলা সিরিয়ালগুলি। প্রতি সপ্তাহে কোন মেগা ধারাবাহিক কাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে বা পিছিয়ে গিয়েছে সেই স্টেটাস জানার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকরা। এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না। প্রকাশ পেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। আর এবারে বেঙ্গল টপার যে সিরিয়ালটি হয়েছে সেটির নাম শুনলে জাস্ট ছিটকে যাবেন। চলুন জেনে নেবেন বিশদে।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?
যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলি নিয়ে মানুষের উত্তেজনা তুঙ্গে উঠছে। এখনও অবধি এমন বহু বাড়ি রয়েছে যেখানে দু বেলা সিরিয়াল না দেখলে অনেকের পেটের ভাত হজম হয় না। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলার মতো বাংলার প্রথমসারির চ্যানেল থেকে শুরু করে একের পর এক প্রোডাকশন হাউস নিত্যনতুন মেগা এনেই চলেছে। তেমনই স্টার জলসার এখন অন্যতম আকর্ষণ ‘পরশুরাম আজকের নায়ক’ মেগা ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে বেঙ্গল টপার হয়ে আসছে।
সময়ের সঙ্গে সঙ্গে আরও যেন এই মেগায় নিত্যনতুন ট্যুইস্ট আসছে যা সকলকে অবাক করছে। প্রশ্ন উঠছে, চলতি সপ্তাহেও কি এই মেগা টপার হল? উত্তর হল হ্যাঁ। চলতি সপ্তাহে ৭.০ রেটিংস পেয়ে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে পরশুরাম আজকের নায়ক মেগাটি। তবে এবারে পরশুরামের ঘাড়ে ভালো নিঃশ্বাস ফেলেছে জি বাংলার ‘পরিণীতা’, একটুর জন্য সেটি বেঙ্গল টপার না হয়ে ৬.৯ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে। বাকি সিরিয়ালগুলির কী অবস্থা চলুন দেখে নেওয়া যাক।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
রইল ১ থেকে ১০ এর তালিকা
- বেঙ্গল টপার পরশুরাম 7.0
- দ্বিতীয়- পরিণীতা 6.9
- তৃতীয়- জগদ্ধাত্রী 6.7
- চতুর্থ- রাজরাজেশ্বরী রাণী ভবানী 6.6
- পঞ্চম- ফুলকি 6.5
- ষষ্ঠ- রাঙ্গামতি তীরন্দাজ 6.4
- সপ্তম- চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি 6.2
- অষ্টম- কথা 5.3
- নবম- তুই আমার হিরো 4.7
- দশম- কুসুম 4.6।