সৌভিক মুখার্জী, কলকাতা: ঝাড়খণ্ডের (Jharkhand) পালামু জেলার মানাতু এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ! বৃহস্পতিবার গভীর রাতে নিষিদ্ধ মাওবাদী গোষ্ঠী TSPC-এর সদস্যদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন দুই নিরাপত্তা রক্ষী। এমনকি গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।
মাঝরাতেই মাওবাদী দমন অভিযান
পুলিশ সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 12:30 মিনিট নাগাদ পালামুর কেদাল গ্রামে তুমুল সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালাচ্ছিল। মূল লক্ষ্য ছিল কুখ্যাত মাওবাদী নেতা ও TSPC কমান্ডার শশীকান্ত গঞ্জু। তাঁর মাথার দামই নাকি 10 লক্ষ টাকা। কেদাল গ্রামে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই নিরাপত্তা বাহিনী অভিযানের নামে। তবে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিজেদের প্রাণ রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালাতে থাকে। এভাবেই শুরু হয় তীব্র গুলির লড়াই।
Palamu, Jharkhand: Two police jawans lost their lives and another was injured in an encounter between police and the banned extremist outfit Tritiya Sammelan Prastuti Committee (TSPC) late last night. Police had launched an operation against the TSPC commander Shashikant Ganjhu,…
— ANI (@ANI) September 4, 2025
প্রাণ হারিয়েছেন দুই জওয়ান
ঝাড়খণ্ড পুলিশের আইজি ও মুখপাত্র মাইকেল রাজ এস জানিয়েছেন, অভিযানের সময় মাওবাদীদের গুলিতে তিন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের দ্রুত মেডিনিরাই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজন বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তল্লাশি চলছে।
আরও পড়ুনঃ লেভেল টু ADAS, 5 Star রেটিং, নজরকাড়া ফিচার্স! লঞ্চ হল Maruti Suzuki Victoris
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শহীদ জওয়ানদের আত্মবলিদানকে ঝাড়খণ্ড পুলিশ প্রশাসনের তরফ থেকে সম্মান জানানো হয়েছে। এমনকি পালামু রেঞ্জের ডিআইপি নৌসাদ আলম বলেছেন, এটি পরিকল্পিত অভিযানই ছিল। দুঃখজনকভাবে আমরা দুই সহকর্মীকে হারিয়েছি। মাওবাদী দমন অভিযান এবার আরও জোরদার করা হবে।