নীরবতার দিন শেষ! ভারত এবং চিনের হয়ে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

Vladimir Putin On Donald Trump for India And China-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিনের পর দিন শুল্ক নিয়ে এশিয়ার দুই বড় পরাশক্তি, ভারত ও চিনের উপর চাপ বাড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায়, এবার মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে সরাসরি তোপ দাগলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাশিয়ার প্রেসিডেন্ট। ঠিক তখনই আমেরিকার শাসককে উদ্দেশ্য করে পুতিন বলেন, অর্থনৈতিক চাপ বাড়িয়ে এশিয়ার দুই বৃহত্তম শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। রুশ প্রধান সাফ জানান, আপনারা ভারত এবং চিনের সাথে এভাবে কথা বলতে পারেন না!

দুই বন্ধুর হয়ে আওয়াজ তুললেন পুতিন

এশিয়ার দুই মর্যাদাপূর্ণ দেশ ভারত এবং চিনের উপর ট্রাম্পের গাজোয়ারি একেবারেই ভাল চোখে দেখছে না বিশ্ববাসী। বিশেষ করে নয়া দিল্লির উপর ওয়াশিংটন যেভাবে চাপ বাড়াচ্ছে, তাতে আগামী দিনে ভারত-আমেরিকার সম্পর্ক কোন খাতে বইবে সেটা নিশ্চিত করাটা যথেষ্ট কঠিন। ঠিক সেই আবহে এবার দুই বন্ধু দেশের হয়ে বড় বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চিনের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের সামনে পুতিন বলেন, ভারতের জনসংখ্যা কম করে 150 কোটি। চিনের নিজস্ব শক্তিশালী অর্থনীতি রয়েছে। নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা এবং আইনও রয়েছে তাদের। পুতিন বলেন, যখন কেউ তোমাকে বলে যে তোমাকে শাস্তি দেওয়া হবে, তখন ভাবতে হবে এই বড় দেশগুলির নেতৃত্ব কীভাবে প্রতিক্রিয়া দেখায়?

রুশ প্রধানের সংযোজন, ভারত এবং চিন কিন্তু ইতিহাসের কঠিন সময় পার করে এসেছে। তারা উপনিবেশবাদের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। দীর্ঘ সময় ধরে তাদের সর্বভৌমত্বের উপর কর চাপানো হয়েছিল। এমন কথা বলেই ট্রাম্প প্রশাসনকে পুতিন স্মরণ করিয়ে দেন, উপনিবেশবাদের যুগ কিন্তু শেষ হয়ে গিয়েছে। ভারত এবং চিনের সাথে এভাবে কথা বলা যায় না। সব মিলিয়ে, শুল্ক নিয়ে ট্রাম্পের খামখেয়ালিপনার মাঝে আমেরিকার প্রশাসনকে কঠিন বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট। ইঙ্গিত রাখলেন, আগামীতে কঠোর সময় আসছে!

অবশ্যই পড়ুন: বেটিং অ্যাপের হয়ে প্রচার, প্রতারণার অভিযোগ! ইডির দফতরে শিখর ধাওয়ান

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর দুই দফায় 50 শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। দীর্ঘদিন বন্ধু বলে চেঁচিয়েও ভারতের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এমন মনোভাব মেনে নিচ্ছেন না তাঁর দেশের মানুষজনই। ইতিমধ্যেই আমেরিকার আপিল আদালত ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে। কিন্তু তাতেও ‘ঘাড় কাত আমি এক জাত’ অবস্থা, মার্কিন শাসকের! এদিকে ভারতকে চড়া শুল্কের ঘেরাটোপে বেঁধে বারবার নতুন নিষেধাজ্ঞা বসানোর হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা। পাশাপাশি এশিয়ার আরেক বড় শক্তি চিনের উপরেও একেবারে 200 শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রধান। ফলত, আন্তর্জাতিক মহলে রাশিয়াকে নিশানায় রেখে এশিয়ার দুই বড় শক্তির বিরুদ্ধে ট্রাম্পের এমন দাপাদাপি রাশিয়া, ভারত এবং চিনকে যে আরও কাছাকাছি নিয়ে এসেছে সে কথা বলাই যায়।

Leave a Comment