মিলছে আনলিমিটেড ডেটা! কম খরচে সেরা প্ল্যান লঞ্চ করল Jio, সঙ্গে ১ মাস ফ্রি পরিষেবা

Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: 2016 সালে বাজারে পা রাখার পর ভারতীয় টেলিকম সেক্টরে একের পর এক চমক দিয়েছে রিলায়েন্স Jio। একদিকে সস্তায় ইন্টারনেট, অন্যদিকে ফ্রি কলিং-এর সুবিধা দিয়ে খুব দ্রুত সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে এই সংস্থা। সেই জিওই এবার লিখে ফেলল ইতিহাস। দীর্ঘ নয় বছর পর 50 কোটির বেশি গ্রাহকের মাইলস্টোন অতিক্রম করল মুকেশ আম্বানির এই সংস্থা। তবে এই সাফল্য উপলক্ষে গ্রাহকদের জন্য বিরাট এক অফার ঘোষণা করেছে জিও। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

গ্রাহকদের জন্য দারুণ অফার Jio-র

Jio-র পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বছর ধরেই থাকবে এই অফার। তবে তার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যানিভার্সারি উইকেন্ড, যেখানে গ্রাহকদের জন্য আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকছে অ্যানিভার্সারি মান্থ, যেখানে মাসে মাত্র 349 টাকা 12 মাস ধরে রিচার্জ করলে 13 তম মাসে সম্পূর্ণ ফ্রিতে রিচার্জের সুবিধা মিলবে। অর্থাৎ একমাস সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা মিলবে।

এদিকে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি সম্প্রতি বলেছেন, জিওর নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গর্বিত, যে 50 কোটির বেশি ভারতীয় এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। আর এটাই প্রমাণ করছে, জিও সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলেছে। আমাদের স্বপ্ন প্রতিটি ভারতীয়কেই যেন সেরা পরিষেবা পৌঁছে দিতে পারি।

জিওর পাঁচটি বিরাট সাফল্য

তবে এরই মধ্যে জিও বিরাট পাঁচ সাফল্য অর্জন করে ফেলেছে। প্রথমত, দেশের যেকোনো প্রান্তে বিনামূল্যে কল করার সুবিধা একমাত্র প্রথম জিওই চালু করেছিল। দ্বিতীয়ত, 50 কোটির বেশি মানুষ ভিডিও দেখা থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট পর্যন্ত এখন সহজেই করতে পারছে জিওর মাধ্যমে। তৃতীয়ত, আধার, ইউপিআই, বন্ধন ও ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মতো উদ্যোগ জিওকে আরো শক্তিশালী করেছে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাসেই চাকরি, IOCL-এ প্রচুর শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

শুধু তাই নয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি হয়েছে জিও, যেখান থেকে 100 টির বেশি ইউনিক কোম্পানির জন্ম হয়েছে। এমনকি জিওর হাত ধরে ভারত আজ বিশ্বের সবথেকে দ্রুততম 5G নেটওয়ার্কের মালিক হয়ে উঠেছে। পাশাপাশি AI বিপ্লবের পথে দেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে জিও। তাঁদের বক্তব্য অনুযায়ী, বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মোট জনসংখ্যার থেকেও বেশি।

Leave a Comment