বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর ভেঙে মাঠে ফিরছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেলর (Ross Taylor)। তবে এবার আর নিউজিল্যান্ড দলের হয়ে নয় বরং মায়ের দেশ সামোয়ার হয়ে ধ্বংসযজ্ঞ চালাবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ওমানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026 এর বাছাই পর্বে তাঁকে 15 সদস্যের দলে নিয়েছে সামোয়া।
মাঠে ফেরার কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন টেলর
বছর 41 এর প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার রস টেলর অবসর ভেঙে 22 গজে ফেরার খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘটা করে জানিয়েছেন। শুক্রবার সমাজ মাধ্যমে টেলর লেখেন, এটা এখন আনুষ্ঠানিক। আমি গর্বের সঙ্গে জানাতে যাচ্ছি যে, এবার আমি নীল জার্সি গায়ে সানোয়ার হয়ে খেলব। এটা শুধু আমার অবসর ভেঙে প্রিয় খেলায় ফেরাই নয়, সেই সাথে আমার শিকড়, গ্রাম, সংস্কৃতি এবং পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল এক গৌরব।
রস নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও লেখেন, দলে যোগ দিতে, মাঠে ও মাঠের বাইরে অভিজ্ঞতা ভাগ করতে এবং পছন্দের ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে মরিয়া। সবশেষে প্রাক্তন কিউই মহাতারকা লেখেন, আবার ফিরে আসার সময় বিশ্বের কাছে! বলা বাহুল্য, টেলর যে 15 সদস্যের সামোয়া দলে সুযোগ পেয়েছেন, সেই দলটিকে নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত।
অবশ্যই পড়ুন: ‘নতুন আমি’ এশিয়া কাপের আগে নিজেকে বদলে ফেললেন হার্দিক পান্ডিয়া!
উল্লেখ্য, শেষবারের মতো 2022 সালের 4 এপ্রিল, নিউজিল্যান্ডের জার্সি গায়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন টেলর। এরপর থেকে আর তাঁকে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি। বলে রাখি, 2006 থেকে 2022 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে দীর্ঘ যাত্রায় 112টি টেস্ট, 236টি ওয়ানডে এবং 102টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রস। সেই আসরগুলিতে তাঁর রান রয়েছে যথাক্রমে, 7683, 8607 এবং 1909। নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই কেরিয়ারে দাড়ি টেনেছিলেন টেলর। হয়তো সে কারণেই টি-টোয়েন্টিতে আজও তিনি নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।