প্রীতি পোদ্দার, কলকাতা: ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিধায়ককে। তবে আপাতত তিনি বিপদমুক্ত বলেই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছেনা তাঁকে। আগামী তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলেই হাসপাতালসূত্রে জানানো হয়েছে।
অসুস্থ অগ্নিমিত্রা পাল!
রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি ওই রাতেই আনন্দপুরের বেসরকারি হাসপাতালে পরিবারের তরফে তাঁকে নিয়ে আসা হয়। আর রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে তার ব্রেন স্ট্রোক হয়েছে। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে বেন স্ট্রোকের পর যে সমস্ত শারীরিক সমস্যা দেখা যায় সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা তার উপর নজরদারি করছে চিকিৎসকরা। তবে আপাতত কোনও অঙ্গ বিকল হয়ে যাওয়া বা শরীরের একটা দিক পড়ে যাওয়ার মতো কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। তিনি ধীরে কথাও বলতে পারছেন। কিন্তু পরবর্তী পরিস্থিতি না বুঝে এখনই হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হবে না।
কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি?
জানা গিয়েছে, এইমুহুর্তে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অগ্নিমিত্রা পাল। কিছুদিন আগেই মধ্যরাতে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ওই অবস্থায় তাঁর পরিবার হাসপাতালে ভর্তি করেছিল। তবে কিছুদিন পরেই তাঁর স্বাস্থ্য বুঝে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে বিধায়ককে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনও জানা যায়নি। যদিও না ছাড়া পেলেও বেশ কয়েকদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে বলেই খবর।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি! শ্রীরামপুরে দিল্লি রোডে মর্মান্তিক ঘটনা
প্রসঙ্গত, একদিন আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা বিধানসভা চত্বর। আর এই উত্তাল কাণ্ডেই ২ ঘণ্টার মধ্যে পরপর সাসপেন্ড করে দেওয়া হয়েছিল ৫ বিজেপি বিধায়ককে। সেই সাসপেন্ড তালিকায় নাম ছিল অগ্নিমিত্রা পালেরও। মার্শাল দিয়ে তাঁদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তখনই আহত হয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনিও হাসপাতালে ভর্তি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যাচ্ছে।