দুবাইতে কাজে গিয়ে মিলল যখের ধন! ৩৫ কোটির লটারি পেয়ে ভারতে ফিরছেন সন্দীপ

Uttar Pradesh Man Wins 35 Crore Lottery In Dubai

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশে কাজ করতে গিয়ে ঘুরে গেল ভাগ্যের চাকা। দুবাইতে 35 কোটি টাকার লটারি জিতলেন উত্তরপ্রদেশের যুবক সন্দীপ কুমার প্রসাদ (Uttar Pradesh Man Wins 35 Crore)। দ্য খলিজ টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, বছর তিনেক দুবাইয়ের একটি সংস্থায় কাজ করছেন ওই যুবক। গত বুধবার লটারির ফল প্রকাশিত হতেই জানতে পারেন, একেবারে 1 কোটি 50 লক্ষ দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় 35 কোটি টাকা জিতেছেন সন্দীপ।

লটারি জয়ের কথা প্রথমে বিশ্বাস হয়নি সন্দীপের

রিপোর্ট অনুযায়ী, গত 19 আগস্ট দুবাইয়ের এক স্থানীয় দোকান থেকে 200669 নম্বরের একটি লটারি কাটেন সন্দীপ। পরবর্তীতে ফল প্রকাশিত হলে তিনি জানতে পারেন, ওই টিকিটে 35 কোটি টাকা বেঁধেছে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে লটারি বিজেতা বলেন, লটারি সংস্থার ফোন এসেছিল। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু পরে লটারির টিকিটের নম্বর মিলিয়ে দেখতে পাই সত্যিই আমার ভাগ্য খুলেছে।

জানা গিয়েছে, দুবাইতে বেশ কয়েক বছর ধরে কাজের সূত্রে ভাল অর্থই রোজগার করছিলেন সন্দীপ। তবে গত তিন মাস হয়েছিল লটারি টিকিট কাটতে শুরু করেন তিনি। তবে কখনও ভাবেননি একসাথে এত টাকার মালিক হয়ে যাবেন তিনি। সন্দীপের এই বিপুল অর্থ প্রাপ্তিতে খুশি তার আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরা। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে ঠিক কী করবেন সন্দীপ?

35 কোটির পরিকল্পনা

প্রতিবেদন অনুযায়ী ঘনিষ্ঠ মহলে নাকি সন্দীপ জানিয়েছেন, লটারিতে জেতা বিপুল অর্থ দিয়ে এবার ভাল মতো সংসার চালাতে পারবেন তিনি। পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিতে চাইছেন দুবাইতে কাজ করতে যাওয়া ওই ভারতীয়। উত্তরপ্রদেশের যুবকের কথায়, আর বিদেশে দোরে দোরে ঘুরতে হবে না। লটারিতে বিপুল অর্থ জেতার পর এখন যত দ্রুত সম্ভব নিজের রাজ্য উত্তরপ্রদেশে ফিরে আসতে চাইছেন সন্দীপ। গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনে এই প্রথম এত আনন্দ হচ্ছে আমার।

অবশ্যই পড়ুন: হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে বাংলাদেশে! ইউনূসের ব্যর্থতার প্রতিধ্বনি ব্রিটেনের সংসদে

উল্লেখ্য, গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ প্রসাদ বিবাহিত। জানা গিয়েছে, তাঁর পরিবারে স্ত্রী এবং সন্তান ছাড়াও বাবা, দুই ভাই এবং এক বোন রয়েছে। বড় পরিবারের সংসারের হাল ধরতে যথেষ্ট কাল ঘাম ছোটাতে হয়েছে সন্দীপকে। দেশে সেভাবে কাজের সুযোগ না থাকায় বাধ্য হয়েই বিদেশে কাজের জন্য গিয়েছিলেন তিনি। তবে লটারিতে 35 কোটি পাওয়ার পর সন্দীপ আর বিদেশে থাকতে চান না।

Leave a Comment