প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্নীতি দমনের উদ্দেশ্যে সম্প্রতি তিনটি বিল পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার মধ্যে একটি হল কোনও অভিযোগে কোনও মন্ত্রী যদি ৩০ দিনের বেশি জেলবন্দি থাকেন তাহলে পদ থেকে তাঁকে খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে। আর এই বিলগুলি পেশ হওয়ার পরই ADR এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে দেশের ৪৭ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। তবে শুধু ADR মন্ত্রীদের অপরাধের হিসাব তুলে ধরেনি, তার সঙ্গে ভারতের দল নির্বিশেষে মন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণও তুলে ধরেছে। যা দেখে চক্ষু ছানাবড়া সকলের। দেখে নিন দেশের সবচেয়ে ধনীতম মন্ত্রীর (Richest Minister) নাম।
কোটিপতির তালিকায় ১১ জন মন্ত্রী
নির্বাচনী অধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বা ADR-এর বিশ্লেষণ অনুযায়ী, মন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৩৭.২১ কোটি টাকা। যার মধ্যে ৬৪৩ জন মন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২৩৯২৯ কোটি টাকা। এবার আসা যাক কোটিপতির হিসাবে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, প্রত্যেকটি বিধানসভা মিলিয়ে মোট ১১ জন মন্ত্রী কোটিপতি। কর্ণাটকে সর্বোচ্চ রয়েছেন আটজন কোটিপতি মন্ত্রী, অন্ধ্রপ্রদেশে ছয়জন এবং মহারাষ্ট্রে রয়েছেন চারজন কোটিপতি মন্ত্রী। এখানেই শেষ নয়, অরুণাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং তেলেঙ্গানায় দু’জন করে যেখানে কোটিপতি রয়েছে, ঠিক তেমনই গুজরাত, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পঞ্জাবে রয়েছে একজন করে মন্ত্রী কোটিপতি।
দেশের সবচেয়ে ধনী মন্ত্রী কে?
ADR এর প্রকাশিত তথ্য অনুযায়ী রাজনৈতিক দল বিশেষে বিজেপির কোটিপতি মন্ত্রীর সংখ্যা সবচেয়ে বেশি এবং সংখ্যাটি হল ১৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তাদের ৬১ জন মন্ত্রীর মধ্যে ১১ জন কোটিপতি। টিডিপির ২৩ জন মন্ত্রীর মধ্যে ৬ জন কোটিপতি ৷ এছাড়াও আম আদমি পার্টি, জনসেনা পার্টি, জেডিএস, এনসিপি এবং শিবসেনারও কোটিপতি মন্ত্রী রয়েছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে দেশের সবচেয়ে ধনী মন্ত্রী কে? তালিকা অনুযায়ী সবার শীর্ষে অর্থাৎ সবচেয়ে ধনী মন্ত্রী হলেন লোকসভায় অন্ধ্রপ্রদেশের গুন্টুরের সাংসদ তথা টিডিপি নেতা চন্দ্রশেখর পেম্মাসানি ৷ তিনি ৫৭০৫ কোটি টাকারও বেশি সম্পদের মালিক। এরপরেই রয়েছে কর্ণাটকের কংগ্রেস নেতা এবং রাজ্যমন্ত্রী ডিকে শিবকুমার, যার সম্পদের পরিমাণ ১৪১৩ কোটি টাকারও বেশি।
কত সম্পদ রয়েছে মমতার?
দেশের ধনী মন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিডিপি নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি। এছাড়াও অন্যান্য ধনী মন্ত্রীদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের নারায়ণ পোঙ্গুরু, নারা লোকেশ, তেলেঙ্গানার গদ্দম বিবেকানন্দ, পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, কর্ণাটকের সুরেষা বিএস, মহারাষ্ট্রের মঙ্গল প্রভাত লোধা এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু এই ধনী তালিকায় নাম নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫.৩৮ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর নামে নেই কোনও স্থাবর সম্পত্তি।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি! শ্রীরামপুরে দিল্লি রোডে মর্মান্তিক ঘটনা
প্রসঙ্গত, শুধু ধনী মন্ত্রীদের সম্পদ নয়, ADR তার রিপোর্টে হাতেগোনা কয়েকজন মন্ত্রীর সামান্য সম্পদের কথাও জানিয়েছেন। ত্রিপুরার আদিবাসী পিপলস ফ্রন্টের শুক্লচরণ নোয়াটিয়া মাত্র দুই লক্ষ টাকার সম্পদ ঘোষণা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের মন্ত্রী বীরবাহা হাঁসদা তিন লক্ষ টাকার কিছু বেশি সম্পদের কথা জানিয়েছেন।