সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র কয়েক বছরের পুরনো কজওয়ে হঠাৎ করে ভেঙে পড়াতে আতঙ্ক ছড়াল বাঁকুড়া জেলার (Bankura) বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রামে। শালী নদীর উপর নির্মিত এই কজওয়েটি আজ অর্থাৎ শুক্রবার দুপুরবেলা হঠাৎ করেই ভেঙে পড়েছে। তবে সৌভাগ্যবশত সেরকম কোনো হতাহতর ঘটনা ঘটেনি। তবে নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখছে প্রশাসন।
বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ
স্থানীয় রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে, কজওয়েটি ভেঙে যাওয়ার ফলে নদীর দুই পাড়ে থাকা একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। মূলত কানাই, নামাই, রাউতোড়া, গরিববাটি, ভৈরবপুর, জগন্নাথপুর, বেলুট, মুক্তাপুর, হরেকৃষ্ণপুর, ভৈরবডাঙ্গা, ধলডাঙ্গা, বড়কুড়া, নিত্যানন্দপুর, বৃন্দাবনপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ এখন বিপাকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করছে, প্রতিদিন ওই কজওয়ে দিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলে যেত, এমনকি কর্মজীবী মানুষদের প্রধান যাতায়াতের মাধ্যম ছিল ওই কজওয়ে। এখন তাদের বিকল্প পথ ঘুরে যেতে হচ্ছে। এতে ভোগান্তি ও সময় দু’ইই বাড়ছে।
গ্রামবাসীদের প্রতিক্রিয়া
এই কজওয়ে ভেঙে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছে, বিগত বাম আমলেই এটি তৈরি হয়েছিল। আমরা ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সেতুটি ভেঙে পড়বে। যদি আরও কয়েক বছর টিকে থাকত তাহলে খুবই ভালো হত। শুক্রবার দুপুরবেলা যখন এই সেতুটি হঠাৎ ভেঙে পড়ে, তখন ওখানে কেউ উপস্থিত ছিল না। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।
আরও পড়ুনঃ নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি SSC-র! ৩৫,৭২৬ শূন্যপদে নিয়োগ, জানুন দিনক্ষণ
পাশাপাশি গ্রামবাসীদের এখন একটাই দাবি, খুব দ্রুত যেন সেতুটিকে নির্মাণ করা হয় এবং তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে যাতায়াতে যদি এরকম বেহাল অবস্থা থাকে, তাহলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কর্মক্ষেত্র, চিকিৎসা, কর্মসংস্থান, সব ক্ষেত্রেই বিপাকে পড়বে সাধারণ মানুষ। এখন দেখার আগামী দিন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে কিনা।