সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার ডিএ মামলা নিয়ে জটিলতার যেন শেষ নেই। বরং যত সময় এগোচ্ছে ততই পঞ্চম বেতন পে কমিশনের আওতায় ঝুলে থাকা মহার্ঘ্য ভাতা মামলা নিয়ে জলঘোলার মাত্রা বাড়ছে। এদিকে সামনেই রয়েছে দুর্গাপুজো। মামলাকারীরা আশাবাদী যে এই বিষয়ে শীঘ্রই সুপ্রিম কোর্ট তাঁদের পক্ষে রায় দেবেন। তবে এসবের মাঝেই বর্তমানে একটি জল্পনা শুরু হয়েছে, আর সেটা হল যে পশ্চিমবঙ্গ সরকার ডিএ বৃদ্ধি (DA Hike) করতে পারে। সত্যি কি তাই? চলুন জেনে নেওয়া যাক।
পুজোর মুখে ডিএ বাড়াচ্ছে সরকার?
উৎসবের আবহে নবান্ন নাকি ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় এক ধাক্কায় ৫ শতাংশ নাকি ডিএ বৃদ্ধির চিন্তাভাবনা করছে। যদিও এই বিষয়ে সরকারের ঘর থেকে পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে বাংলার সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফলে বাংলা ও কেন্দ্রের মধ্যে মহার্ঘ্য ভাতার যে কতটা ফারাক সেটা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যদি ৫ শতাংশ ডিএ বৃদ্ধি করে সরকার তাহলে মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৩ শতাংশে।
সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা!
এদিকে সামনেই রয়েছে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় ঝুলে থাকা বকেয়া ডিএ মামলা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ সেপ্টেম্বর মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তবে রাজ্য সরকারের তরফের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে ৬২ পাতার লিখিত সাবমিশন দিয়েছে। আর এই সাবমিশনে সরকার বেশ কিছু যুক্তি খাড়া করেছে। এক রিপোর্ট অনুযায়ী, প্রথমত রাজ্য সরকার যুক্তি দিয়েছে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী, রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বা সাংবিধানিকভাবে বাধ্য নয়। এর আগে ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনালও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয়নি। এই আবহে রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করতে পারে।
আরও পড়ুনঃ শীঘ্রই ছুটবে কৃষ্ণনগর-আমঘাটা রুটে ট্রেন, স্টেশন পরিদর্শন করলেন শিয়ালদার DRM
এখন অনেকেই আশঙ্কা করছেন, আগামী দিনে আদৌ আর বকেয়া ডিএ মিলবে তো? নাকি পুজোর মুখে সরকারি কর্মীদের চমক দিয়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে? কারণ এর আগে বেশ কয়েকবার কিছু না কিছু অনুষ্ঠানে গিয়ে হঠাৎ ডিএ বৃদ্ধি করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন প্রশ্ন, এবারেও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে? সেদিকে নজর থাকবে সকলের।