শুরুতেই বেতন ৫৭,৭০০! পাবলিক সার্ভিস কমিশনে ১২৫৩ শূন্যপদে নিয়োগ

UPPSC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 1253 শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগের (UPPSC Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এমনকি এখানে চাকরি পেলে মোটা অংকের বেতন দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে বিভিন্নরকম সুযোগ সুবিধা। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মোট 1253 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং 55 শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি UGC/CSIR কর্তৃক আয়োজিত NET/SLET/SET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলেই এখানে আবেদন করা যাবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এখানে মূলত পে-লেভেল 10 অনুযায়ী প্রতি মাসে 57,700 টাকা থেকে 1,82,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে হ্যাঁ, এই দুটি পরীক্ষার নম্বরের উপর একটি মেরিট লিস্ট বানানো হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে, তাদেরকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://uppsc.up.nic.in/ ভিজিট করুন।
  • এরপর কেরিয়ার সেকশনে গিয়ে “Assistant Professor Recruitment 2025 Apply Online” লিঙ্কে ক্লিক করুন।
  • এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে অনলাইনে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

বলে রাখা ভালো, এখানে সাধারণ / EWS / OBC প্রার্থীদের 125 টাকা, SC / ST প্রার্থীদের 65 টাকা এবং PWD প্রার্থীদের 25 টাকা করে আবেদন ফি লাগবে।

আরও পড়ুনঃ ‘বিগ বিলিয়ন ডে’র দিনক্ষণ কনফার্ম করল Flipkart! এবার ডিসকাউন্টের তালিকায় কী কী?

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 4 সেপ্টেম্বর, 2025 এবং আবেদন শুরু হয়েছে 4 সেপ্টেম্বর থেকেই। আবেদন চলবে আগামী 6 অক্টোবর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

UPPSC Recruitment Notification Download- Click Here

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment