সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আবহে দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে সমগ্র বাংলা। ঘনাচ্ছে সঙ্কটের মেঘ। সেপ্টেম্বর মাস এসে গেলেও বর্ষা যেন পিছু ছাড়তে চাইছে না, বরং আরও জাঁকিয়ে বসছে জেলায় জেলায়। তারওপর আবার গোদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে ভ্যাপসা গরম। সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি বাংলার। জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে। সেইসঙ্গে নিম্নচাপও রয়েছে। আজ শনিবার জেলায় জেলায় রয়েছে বর্ষণের সম্ভাবনা। চলুন তাহলে বিশদে জেনে নেওয়া যাক আবহাওয়ার (Weather) হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। তবে আজ শনিবার একেবারেও যে বৃষ্টি হবে না বাংলায় সেটা বলা ভুল হবে। বুলেটিন অনুযায়ী, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা প্রকাশ করল আলিপুর। পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি তো কখনও আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
রবিবার ছুটির দিন আরও ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ছুটির দিন মূলত উত্তরের তিন জেলা যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলা যেমন দার্জিলিং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রবল। হবে বৃষ্টিও। এদিকে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।