‘মনে হচ্ছে আমরা ভারত, রাশিয়াকে হারালামা!’ SCO বৈঠকের পর ট্রাম্পের মন্তব্যে হতাশার ঝলক

Donald Trump

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের উদ্ভট মন্তব্য করে বিতর্কের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! ভারতের বাণিজ্যিক সম্পর্ক যখন টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে কার্যত সবাইকে চমকে দিলেন।

ওই ছবিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ছিলেন। আর সেই ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে হারালাম, যারা এখন অন্ধকার চিনের দিকে পা বাড়াচ্ছে। আশা করি ওদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক।

SCO বৈঠকের পরেই বিস্ফোরক পোস্ট

উল্লেখ্য, গত সপ্তাহে চিনের তিয়ানজিন শহরে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছিল মোদী, পুতিন ও জিনপিংকে। তিন রাষ্ট্রনেতার আলাপচারিতা সেসময় নজর কেড়েছিল আন্তর্জাতিক মহলের। আর ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের মন্তব্য নতুন করে আবারও বিতর্কের দানা বাঁধিয়েছে।

বেশ কিছু বিশ্লেষক মনে করছে, বিগত দুই দশকের মধ্যে ভারত-আমেরিকার সম্পর্ক বর্তমানে সবথেকে খারাপ অবস্থায়। আর ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50 শতাংশে নিয়ে গিয়েছে। এমনকি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অতিরিক্ত 25 শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ফলত বাণিজ্য থেকে কূটনীতি, এখন সবক্ষেত্রে যে টানাপোড়েন তা বলার অপেক্ষা রাখে না।

জন বোল্টনের সতর্কবার্তা

উল্লেখ্য, প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি জানিয়েছেন, একটা সময় ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। তবে এখন সেই অধ্যায় শেষের মুখে। তাঁর মতে, শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক দিয়েই সংকট সামলানো যায় না, নেতাদেরকে সতর্ক থাকতে হয়। কারণ বর্তমানে গোটা বিশ্ব কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ ৯ সেপ্টেম্বর পড়ছে ৯/৯/৯-এর বিরল মহা সংযোগ! ভুলেও করবেন না এই কাজগুলি

এমনকি বেশ কিছু বিশ্লেষক মনে করছে, ট্রাম্পের এই মন্তব্য শুধুমাত্র মার্কিন-ভারত সম্পর্ককেই নয়, বরং ভারত, রাশিয়া ও চিনের সমীকরণকে নতুন করে আলোচনার মুখে ঠেলে দিচ্ছে। একদিকে আমেরিকার শুল্কনীতি আর অন্যদিকে ভারতের কূটনৈতিক কৌশল, এই দুই পরিস্থিতির মধ্যে দুই দেশের সম্পর্ক দিনের পর দিন যে কোন দিকে এগোবে, তার দিকে নজর এখন গোটা বিশ্ববাসীর।

Leave a Comment