সরকারি চাকরি দেওয়ার নামে বিরাট প্রতারণা! হুগলির TMC কর্মীকে পিটিয়ে মুচলেকা লেখাল জনতা

Hooghly

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজনৈতিক মহল। চলতি মাসের এপ্রিলে ২০১৬ সালের এসএসসি নিয়োগে বেনিয়মের হদিশ মেলায় কোর্টের নির্দেশে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে গোটা প্যানেল। যার জেরে চাকরিহারা হন প্রায় ২৬ হাজার। গোটা ঘটনায় জড়িয়ে রয়েছে শাসকদলের হেভিওয়েটের নেতারা। এখনও রয়েছে সেই টালমাটাল পরিস্থিতি। এমতাবস্থায় ফের সরকারি চাকরি পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা নেবার অভিযোগ উঠল হুগলির (Hooghly) এক তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে।

ভাইরাল ভিডিও

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরে হুগলি জেলার জাঙ্গিপাড়ার এক তৃণমূল কর্মী খোকন দাস সেখানকার বেশিরভাগ স্থানীয়দের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে আসছিল। অনেকেই তাঁর কথায় বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই ফেলা ফাঁদে পা-ও দিয়েছে। কিন্তু, টাকা দিয়ে চাকরি না মেলায় ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু দিনের পর দিন কথা ঘোরাতে থাকায় এবার স্থানীয়দের রোষের মুখে পড়ে খোকন। গভীর রাতে টাকা ফেরৎ চাইতে সকলে মিলে খোকন দাসের বাড়ি ঘেরাও করে। শুধু তাই নয় বাসিন্দাদের হাতে পড়তেই ব্যাপক মারধর করা হয় খোকন দাসকে। এবং শীঘ্রই টাকা ফেরৎ দেওয়ার হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খবর করার মাশুল? বর্ধমানে সাংবাদিকের বাড়িতে ভয়াবহ হামলা

অভিযুক্তকে দিয়ে লেখানো হয় মুচলেকা

এদিন তৃণমূল কর্মীকে মারধরের ভিডিও প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, অভিযুক্ত খোকন দাস এলাকার প্রায় ২২ টি পরিবারের কাছ থেকে মোট ৫ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছেন। কিন্তু কাউকেই প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দেয়নি। এমনকি টাকাও ফেরৎ দেয়নি, আর তার জেরেই মারধর করে স্থানীয়রা। জোর করে তাঁকে দিয়ে টাকা ফেরৎ দেওয়ার মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে আগামী ১ সপ্তাহের মধ্যে যেন সে প্রত্যেকের টাকা ফেরৎ দিয়ে দেয়। এদিকে দলের কর্মীর এই হেন কর্মকাণ্ড নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দল।

Leave a Comment