গজিয়েছে নতুন দাঁত! ঘটা করে ১১৩ বছর বয়সী দাদুর মুখে ভাত দিলেন নাতি-নাতনিরা

haldibari mukhe bhat

সহেলি মিত্র, কলকাতাঃ শিশুদের ৫ থেকে ৬ মাস বয়স হলে বাঙালিদের মধ্যে মুখে ভাত দেওয়ার নিয়ম আছে। এই নিয়মকে খুবই শুভ হিসেবে ধরা হয়। আচ্ছা কিন্তু আপনি কি কখনও শুনেছেন ১০০ উর্ধ্ব কোনও ব্যক্তির মুখে ভাত হচ্ছে? শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনই এবার এক ঘটনা ঘটেছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। ১১৩ বছর বয়সে মুখে ভাত খেলেন অতিশয় বৃদ্ধ।

১১৩ বছর বয়সে মুখে ভাত দাদুর

রীতিমতো জাঁকজমকভাবে অনুষ্ঠান করে ১১৩ বছর বৃদ্ধের মুখে ভাতের আয়োজন করলেন তাঁরই নাতি নাতনিরা। এরকমই নজিরবিহীন ঘটনা ঘটেছে হলদিবাড়ি (Haldibari) ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফিরিঙ্গিডাঙ্গা এলাকায়। ঘটনাকে ঘিরে চারিদিকে হৈচৈ পড়ে গিয়েছে। নৃপেন্দ্রনাথ বর্মণের নাতি নাতনিদের দাবি যে তাঁদের দাদুর বয়স নাকি ১১৩ বছর। এমনকি এই বয়সে যখন সব দাঁত পড়ে যায় তখন তাঁদের দাদুর নতুন করে তিনটি দাঁত গজিয়েছে। সেজন্য আরও দাদুকে মুখে ভাত দেওয়ার মতো কাজ করল তাঁরা। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ব্যান্ড পার্টি, ডিজে বাজিয়ে রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাড়া পড়শি মিলিয়ে মোট ৪০০ জন মতো অতিথি ছিলেন এই অনুষ্ঠান বাড়িতে। অর্থাৎ একটা বিয়ে বাড়িতে অবধি এত ভিড় হয় কিনা সন্দেহ যেখানে এই দাদুর ১১৩ বছর বয়সে অন্নপ্রাশনে লোক ছিলেন।

ছিল নজরকাড়া মেনু

শুধুমাত্র অনুষ্ঠানই নয়, এই অনুষ্ঠানের মেনুতে ছিল নজরকাড়া সব লোভনীয় পদ। মেনুতে ছিল ভাত, মাছ, মাংস, ভাজাভুজি, তরকারি, মিষ্টি ও আরও কত কী। স্থানীয় সূত্রে খবর, এই বৃদ্ধ দাদুর রয়েছেন তিন ছেলে ও চার মেয়ে। নাতি নাতনির সংখ্যা সব মিলিয়ে ৩৩ জন। বৃদ্ধ জানান, ‘এতদিন বাঁচতে ভালো লাগে না। নতুন দাঁত বেড়িয়েছে। নাতি নাতনিরা নতুন করে অন্নপ্রাশনের আয়োজন করেছে। ওদের আনন্দ বেশ।’

Leave a Comment