জাতীয় দলে ব্রাত্য! অবশেষে ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের

Mayank Agarwal County Cricket He will play for Yorkshire team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন ভারতীয় দলে উপেক্ষিত থাকার পর অবশেষে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। জানা যাচ্ছে, জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার এবার ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো, ইতিমধ্যেই তাঁকে সই করিয়ে নিয়েছে ইয়র্কশায়ার।

শীঘ্রই ইয়র্কশায়ারে যোগ দেবেন মায়াঙ্ক

ESPN Cricinfo-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলানোর জন্য ভারতীয় তারকা মায়াঙ্ককে সই করিয়ে নিয়েছে ইয়র্কশায়ার। আপাতত যা খবর, সব ঠিক থাকলে আগামী, 8 সেপ্টেম্বর টাউনটনের কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিরুদ্ধে মাঠে নামার আগে নতুন দল ইয়র্কশায়ারে যোগ দেবেন আগরওয়াল। তবে শোনা যাচ্ছে, কাউন্টি চ্যাম্পিয়নশিপের পর ফের ভারতে ফিরে আসতে হবে তাঁকে।

ভারতে এসে রঞ্জি ট্রফিতে যোগ দেবেন মায়াঙ্ক

আগামী 15 অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। এই বিশেষ টুর্নামেন্ট দিয়েই শুরু হবে ঘরোয়া ক্রিকেটের নতুন মরসুম। রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষ করে ভারতের রঞ্জি ট্রফির দল কর্নাটকে যোগ দেবেন মায়াঙ্ক আগরওয়াল। কেননা, 15 অক্টোবর অর্থাৎ রঞ্জিত ট্রফির শুরুতেই মহারাষ্ট্রের মুখোমুখি হবে মায়াঙ্কের কর্ণাটক।

জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় আগরওয়ালের

শেষবারের মতো 2022 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে বেঙ্গালুরুর মাঠে টেস্ট খেলেছিলেন মায়াঙ্ক। এরপর থেকেই তাঁর জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। জাতীয় দলে ফেরার চেষ্টা যে আগরওয়াল করেননি তেমনটা নয়, তবে নিজেকে টিম ইন্ডিয়ার বাকিদের সাথে মানিয়ে নেওয়ার স্বার্থে পুরোপুরি তৈরি করলেও জাতীয় দল থেকে আর ডাক আসেনি। ফলত, শেষ পর্যন্ত ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই ভারতীয় তারকা।

অবশ্যই পড়ুন: ‘আমরা চিরকালই বন্ধু থাকব!’ মোদিকে মহান আখ্যা ট্রাম্পের, জবাব দিলেন প্রধানমন্ত্রীও

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে আজ পর্যন্ত মোট 21টি টেস্ট খেলেছেন বছর 34 এর মায়াঙ্ক। আর সেই যাত্রায় 4টি দুরন্ত সেঞ্চুরি ও 2টি ডবল সেঞ্চুরি সহযোগে খেলোয়াড়ের মোট রান রয়েছে 1488। এছাড়াও ভারতের জার্সি গায়ে 6টি হাফ সেঞ্চুরি করেছিলেন মায়াঙ্ক। বলে রাখি, টেস্ট ছাড়াও জাতীয় দলের হয়ে 5টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। যদিও সেই যাত্রায় মাত্র 86 রানই এসেছিল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া তারকার ব্যাট থেকে।

Leave a Comment