বিপদ বুঝে আত্মসমর্পণ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার! হেফাজতে চাইল ED

Chandranath Sinha

প্রীতি পোদ্দার, কলকাতা: বিপদ বুঝে বড় পদক্ষেপ! প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। আজ, শনিবার কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিতেই চন্দ্রনাথকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু আদালত আপাতত ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে মন্ত্রীকে। তবে চাপানো হয়েছে বেশ কিছু শর্ত।

রাজ্যপালের অনুমোদন মিলতেই বিরাট চাপে মন্ত্রী

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছিল। সেই সময় প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, সেই সময় যার কোনও পরিষ্কার হিসাব তিনি দিতে পারেননি। তদন্তকারীদের দাবি ছিল, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর অ্যাকাউন্টে অন্তত দেড় কোটি টাকার অস্বচ্ছ লেনদেনের প্রমাণ মিলেছে। এদিকে চার্জশিট জমা পড়লেও মিলছিল না রাজ্যপালের অনুমোদন, যার ফলে ঝুলে ছিল মামলা। শেষে গত বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপ্রক্রিয়া চালানোর অনুমতি দেন এবং স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন চন্দ্রনাথ সিনহা।

অবশেষে আত্মসমর্পণ চন্দ্রনাথের

তদন্তে রাজ্যপালের অনুমোদনের পরই ইডির বিশেষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল, যে আগামী ১৫ দিনের মধ্যে কারা মন্ত্রীকে হাজিরা দিতে হবে। এবং আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করলে বড়সড় বিপদে পড়তে পারেন তিনি। এমন পরিস্থিতিতে বিপদ বুঝে তাই নির্ধারিত তারিখের ৬ দিন আগেই আজ শনিবার ইডির আদালতে আত্মসমর্পণ করলেন চন্দ্রনাথ সিনহা। আনন্দ বাজারের রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিনের আবেদন জানান রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। আর এবার সেই জামিনই মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

আরোপ করা হয়েছে বেশ কিছু শর্ত

আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তদন্তে সহযোগিতা করতে হবে। যত দিন এই সংক্রান্ত শুনানি শেষ না-হচ্ছে, তত দিন এই নিয়ম মানতে হবে। এমতাবস্থায় চন্দ্রনাথ সিনহাকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন জানায় ইডি৷ সেক্ষেত্রে ১ সপ্তাহের জন্য সময় চান চন্দ্রনাথের আইনজীবী। এরপরেই আদালত জানায়, আগামী শুক্রবারের মধ্যে ইডি-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ! সন্দেহর বশে পিটিয়ে খুন দুজনকে, উত্তপ্ত তেহট্ট

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। ২৬ এর নির্বাচনের আগে শাসকদলের মন্ত্রীদের উপর ইডি এবং সিবিআই এর এইরূপ একের পর এক চাপে বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এখন দেখার পালা আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Leave a Comment