‘প্রয়োজনে আমিই ময়দানে নামব!’ ২৬ এর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিত আব্বাস সিদ্দিকির

Abbas Siddiqui

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিহারে বিধানসভার নির্বাচন। আর তারপরে বছর পার হতেই বাংলায় হবে নয়া রাজ্য সরকার গঠনের ভোট। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচারের প্রস্তুতি। ইতিমধ্যে বিহারে SIR সম্পূর্ণ হয়েছে, এবার পালা বাংলার। আর এই সরগরম পরিস্থিতিতে ২৬ এর বিধানসভা নির্বাচনে ISF প্রার্থী হিসেবে নিজের নাম তুলে ধরার এক বড় ইঙ্গিত দিলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)।

ঘটকপুকুরে আব্বাস সিদ্দিকির সভা

রিপোর্ট সূত্রে, বিশ্ব নবীদিবস উপলক্ষে গতকাল অর্থাৎ শুক্রবার ভাঙড়ে এসেছিলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। বাসন্তী রাজ্য সড়কের উপরে ঘটকপুকুরে তিনি সভা করেছিলেন। সেখানেই নানা বিষয়ে আলোচনা করতে গিয়েই ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে পরবর্তী প্রার্থী কে হতে চলেছেন তাই নিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করলেন। এদিন আব্বাস সিদ্দিকি একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর অভিযোগ কেন্দ্র নাকি এই আইনের মাধ্যমে সংখ্যালঘুদের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের জমি দখল করতে চাইছে। তাই খুব শীঘ্রই তাঁরা এই আইনের প্রতিবাদে মিছিল বের করতে চলেছেন বলেও দাবি করেন।

নির্বাচনে প্রার্থী হবেন আব্বাস?

এদিন বাসন্তীতে রাজ্য সড়কের উপরে পিরজাদা আব্বাস সিদ্দিকির সভা শেষ হতেই ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হয় যে, আব্বাস সিদ্দিকি কি তবে ক্যানিং পূর্ব থেকে বিধানসভা নির্বাচনের ISF প্রার্থী হতে চলেছেন? সেই প্রশ্নের উত্তরে তখন আব্বাস খানিক হেসে নিয়ে বলেন, ‘সময়ই উত্তর দেবে। তবে এলাকায় যদি সন্ত্রাস বেশি থাকে, তাহলে জোর জুলুম বন্ধ করার জন্য প্রয়োজনে আমিই তখন ময়দানে নামব।’ আর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক শিবিরে চলছে জোর আলোচনা। এখন দেখার পালা চূড়ান্ত প্রার্থী হিসেবে দল কাকে নির্বাচন করে।

আরও পড়ুন: রাজস্থানে বাড়ি ভেঙে মৃত্যু পূর্বস্থলীর পরিযায়ী শ্রমিক ও তাঁর ৫ বছরের মেয়ের! আহত পাঁচ

প্রসঙ্গত, পাঁচ বছর আগে বিধানসভা ভোটের আগে ভাঙড় থেকে নতুন রাজনৈতিক দল গড়ার কথা বলেছিলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF তৈরি করেছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সে বার নিজে প্রার্থী না হয়ে ছোটভাই নওশাদ সিদ্দিকিকে ভোটে দাঁড় করিয়ে বিধায়ক করেছিলেন আব্বাস।

Leave a Comment