সৌভিক মুখার্জী, কলকাতা: বহুদিন ধরেই চলছিল সন্দেহ। অবশেষে সেই সন্দেহ সত্যি প্রমাণিত হল। হ্যাঁ, স্বামী কাজ শেষে যখন বাড়ি ফিরলেন, তখনই চোখে পড়ল স্ত্রীর পরকীয়ার আসল রূপ। এমনকি সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)। সবথেকে বড় ব্যাপার, স্বামী, স্ত্রী এবং ওই স্ত্রীর প্রেমিক, তিনজনই পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশীনগরে।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, গত রবিবার ভোরবেলা বাড়ি ফিরেছিলেন পুলিশ কনস্টেবল মিথিলেশ যাদব। ঘরে ঢুকেই তিনি দেখেন যে তাঁর স্ত্রী সিম্পি যাদব সহকর্মী বিশ্বনাথ রায়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। মুহূর্তের মধ্যেই শুরু হয় উত্তেজনা। বেগতিক বুঝেই সিম্পি তাঁর প্রেমিক বিশ্বনাথকে একটি ঘরে তালা বন্ধ করে দেন। আর মিথিলেশ বারবার অনুরোধ করলেও স্ত্রী তালা খুলতে চায় না। এরপর ক্ষিপ্ত হয়ে মিথিলেশ লোহার চাটু দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন এবং সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Extra-Marital affair Kalesh (In Kushinagar, UP, a constable caught his wife with her lover after breaking into their room with a frying pan. He beat the lover and sent him to the police station)
pic.twitter.com/aOvycIBLGR— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2025
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ইউনিফর্ম পরিহিত এক তরুণী দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এক যুবক জোরে জোরে দরজা ভাঙার চেষ্টা করছে। যুবকটি মিথিলেশ এবং তরুণী তাঁর স্ত্রী সিম্পি যাদব। দৃশ্যটি দেখে নেট নাগরিকরা তো খিল্লি করতে শুরু করেছে, এমনকি অনেকে এই পরকীয়ার জন্য নিন্দা প্রকাশ করছে।
আরও পড়ুনঃ সরকারি চাকরি দেওয়ার নামে বিরাট প্রতারণা! হুগলির TMC কর্মীকে পিটিয়ে মুচলেকা লেখাল জনতা
তবে শেষমেষ তালা ভেঙে বিশ্বনাথকে বাইরে বের করে আনেন মিথিলেশ। এরপরই শুরু হয় ধস্তাধস্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানিয়ে রাখি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিথিলেশ ও সিম্পির বিয়ে হয়েছিল। কুশিনগরে ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। তবে সম্প্রতি স্ত্রীর উপর মিথিলেশের সন্দেহ হয়েছিল। অভিযোগ উঠছে, তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিক মিলে তাঁকে মেরে ফেলারও হুমকি দিয়েছিল। তবে তারই আগে সেই পরকীয়া হাতেনাতে ধরে ফেলল মিথিলেশবাবু।