সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসন ঘটল। টেসলার (Tesla) জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি Model Y এবার ভারতের রাস্তায় নামল। জুলাই মাসে প্রথম লঞ্চের পর থেকেই এই গাড়িটি নিয়ে গ্রাহকদের মধ্যে ছিল তুমুল উন্মাদনা। মুম্বাইয়ের প্রথম শোরুম খোলার পরপরই শুরু হয়েছিল বুকিং। আর সেই বুকিং তালিকায় প্রথম নাম লিখিয়েছিলেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনাইক। হ্যাঁ, তিনিই হলেন প্রথম Model Y গাড়ির মালিক।
কোথায় হল ডেলিভারি?
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে টেসলার যে প্রথম শোরুম উদ্বোধন হয়েছে, সেই এক্সপেরিয়েন্স সেন্টার থেকেই গাড়িটি প্রতাপ সারনাইককে হস্তান্তর করা হয়। আর এখানেই গ্রাহকরা গাড়ির ফিচার এবং সমস্ত খুঁটিনাটি তথ্য সরাসরি দেখার সুযোগ পেয়েছিলেন।
উল্লেখ্য, টেসলার ভারতে যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। আর তখন শোরুম উদ্বোধনের পরপরই গাড়িটি বুকিং করেছিলেন প্রতাপ সারনাইক। মাত্র কয়েক মাসের অপেক্ষার পর অবশেষে তিনি হাতে পেলেন দেশের প্রথম টেসলার Model Y।
নাতিকে উপহার দেবেন Model Y?
উল্লেখ্য, ওই গাড়ি হাতে পেয়ে প্রতাপ সারনাইক বলেছেন, এই গাড়ি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত পছন্দ নয়, বরং মহারাষ্ট্রের সবুজ লক্ষ্য পূরণের মূল প্রতীক। তিনি আরও জানিয়েছেন, এই গাড়ি নাতিকে উপহার দেবেন, যাতে ছোট থেকেই টেকসই পরিবহনের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। আর একইসঙ্গে তিনি সাধারণ মানুষ বিশেষ করে যুবসমাজকে ইলেকট্রিক গাড়ির প্রতি সচেতন করতে চাইছেন।
A new milestone towards green mobility – proud to welcome Tesla home!@Tesla @purveshsarnaik
[ Pratap Sarnaik Tesla, Pratap Sarnaik new car, Tesla electric car Maharashtra, Pratap Sarnaik Tesla India, Green mobility Maharashtra, Tesla electric car India, Pratap Sarnaik… pic.twitter.com/W5Md2fSmqe
— Pratap Baburao Sarnaik (@PratapSarnaik) September 5, 2025
বর্তমানে কোন কোন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে?
উল্লেখ্য, ভারতে টেসলা Model Y এর দুটি ভ্যারিয়েন্ট বাজার এনেছে। প্রথমত রিয়েল হুইল ড্রাইভ, যেটিতে 60 কিলোওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে। আর এটি একবার চার্জ দিয়েই 500 কিলোমিটার চলছে। দ্বিতীয়ত রয়েছে লং রেঞ্জ রিয়েল হুইল ড্রাইভ, যেটিতে রয়েছে বড় ব্যাটারি। এটি একবার চার্জ দিলে 622 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিচ্ছে। এমনকি এই দুটি মডেলই সর্বোচ্চ 201 কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারবে।
আরও পড়ুনঃ ঘরে প্রেমিকের সাথে পরকীয়ায় মত্ত পুলিশ বৌ! হাতেনাতে ধরলেন স্বামী, ভাইরাল ভিডিও
তবে টেসলা তাদের প্রথম ডেলিভারির সঙ্গে সঙ্গে দেশে বৈদ্যুতিক গাড়ির বাজারে যে নতুন উত্তেজনা তৈরি করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা মনে করছে, টেসলার এই পদক্ষেপ ভারতের সবুজ যাত্রায় বড়সড় ভূমিকা নেবে। এমনকি দেশীয় বাজারে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক গাড়ির প্রতিযোগিতা আরো তুঙ্গে উঠবে।