৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ, ভারতের ম্যাচ কবে কবে? রইল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি

Asia Cup 2025 Match schedule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে মাত্র একটা দিন। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের ঐতিহ্যবাহী টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে মোট 8টি দল। ইতিমধ্যেই সব দলই তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এখন অপেক্ষা শুধু প্রতিযোগিতা শুরু হওয়ার। তবে তার আগে জেনে নিতে হবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি (Asia Cup 2025 Schedule)।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি, ভারতের ম্যাচ কবে কবে?

  • আফগানিস্তান বনাম হংকং- 9 সেপ্টেম্বর, স্থান-আবুধাবি স্টেডিয়াম।
  • ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী- 10 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • বাংলাদেশ বনাম হংকং- 11 সেপ্টেম্বর, স্থান- আবুধাবি স্টেডিয়াম।
  • পাকিস্তান বনাম ওমান- 12 সেপ্টেম্বর, স্থান-দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- 13 সেপ্টেম্বর, স্থান- আবুধাবি স্টেডিয়াম।
  • ভারত বনাম পাকিস্তান- 14 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম
  • সংযুক্ত আরব আমিরশাহী বনাম ওমান- 15 সেপ্টেম্বর, স্থান-আবুধাবি স্টেডিয়াম।
  • শ্রীলঙ্কা বনাম হংকং- 15 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • বাংলাদেশ বনাম আফগানিস্তান- 16 সেপ্টেম্বর, স্থান- আবুধাবি স্টেডিয়াম।
  • পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী- 17 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান- 18 সেপ্টেম্বর, স্থান- আবুধাবি স্টেডিয়াম।
  • ভারত বনাম ওমান- 19 সেপ্টেম্বর, স্থান- আবুধাবি স্টেডিয়াম। (গ্রুপ পর্বের শেষ ম্যাচ)

সুপার ফোর স্টেজের ম্যাচ ও ফাইনাল

  • B1 বনাম B2 দলের ম্যাচ রয়েছে 20 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • A1 বনাম A2 দলের ম্যাচ রয়েছে 21 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • A2 বনাম B1 দলের ম্যাচ 23 সেপ্টেম্বর, স্থান- আবুধাবি স্টেডিয়াম।
  • A1 বনাম B2 দলের ম্যাচ রয়েছে 24 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • A2 বনাম B2 দলের ম্যাচ 25 সেপ্টেম্ব, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
  • A1 বনাম B1 দলের ম্যাচ 26 সেপ্টেম্বর, স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

মেগা ফাইনাল

28 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে। স্থান- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

বলা বাহুল্য, 15 সেপ্টেম্বরে UAE বনাম ওমানের ম্যাচ ছাড়া বাকি সমস্ত ম্যাচ ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হবে। UAE বনাম ওমানের ম্যাচটি শুধুমাত্র পূর্ব নির্ধারিত সময় 7:30 মিনিটে শুরু হওয়ার কথা। (ভারতীয় সময়)

 

Asia Cup 2025 Match schedule

অবশ্যই পড়ুন: মহিলাকে গণধর্ষণের চেষ্টা, বর্ধমানে গ্রেফতার ৩ তৃণমূল কর্মী!

এশিয়া কাপে ভারতের ঘোষিত স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিংকু সিং।

রিজার্ভ দলে রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল।

Leave a Comment