সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ৯ বছর পর আজ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা (WB SSC Exam) নিয়ে উত্তেজনার মাঝে সরব হয়েছেন যোগ্য চাকরি হারা আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক সুমন বিশ্বাস। নবম-দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বসতে গিয়ে তিনি বলেছেন যে এই পরীক্ষাতে অযোগ্যরাও রয়েছে, আর এ নিয়ে মামলা হবেই।
যোগ্য তালিকা নিয়েই প্রশ্ন
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন সুমন বিশ্বাস। আগের পরীক্ষায় যোগ্যতার তালিকা প্রকাশ না হওয়া নিয়ে তিনি অভিযোগ করেছিলেন। রবিবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তিনি স্পষ্ট বলে দেন, যারা সত্যিই যোগ্য তাদের আবার কেন নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে ঠিকই। তবে এর ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। কারণ এবারও অযোগ্যদের নাম তালিকায় ঢুকেছে। তাই এই পরীক্ষা নিয়েও মামলা করা হবে।
সুমন বিশ্বাস দাবি করছে, এসএসসি নিয়োগ নিজেদের অনিয়ম থাকাতেই তাড়াহুড়ো করে পরীক্ষা নিচ্ছে। তারা বলেছে লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে, আরও লিস্ট আসবে। তাহলে এত তাড়াহুড়ো কীসের জন্য? আমরা তো জানি রাতারাতি তৈরি পরীক্ষার প্রশ্নেও সন্দেহ থাকে। তবে তার আশাবাদী যে এবার আর যেন আগের মতো ভুল না হয়। যোগ্য চাকরিহারা আন্দোলনের তরফ থেকে সুমন স্পষ্ট বলে দিয়েছেন, তাঁদের একমাত্র দাবী যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। আর এরপর আদালতের নির্দেশ পেয়ে নতুন করে পরীক্ষার ঘোষণা করে এসএসসি। যদিও এই পরীক্ষার জন্য একাধিক বাধা ও বিতর্কের মুখে পড়তে হয়েছিল কমিশনকে। অবশেষে নয় বছর পর রবিবার থেকে ফের লিখিত পরীক্ষা চালু হল।
আরও পড়ুনঃ SSC পরীক্ষা দিতে এসে পকেটমারের শিকার! হুগলিতে ফোন, মানিব্যাগ সব খোয়ালেন যুবক
উল্লেখ্য, রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে এবার পরীক্ষা আয়োজন করা হয়েছে। নবম-দশম শ্রেণীতে আজ ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন জন পরীক্ষার্থী বসেছে। এর মধ্যে বাংলার পাশাপাশি উত্তর প্রদেশ, বিহার রাজ্য থেকেও ৩১ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষা দিচ্ছেএ আর আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে বলে খবর। এমনকি এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩৫,৭২৬ টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে নবম-দশম শ্রেণীতে ২৩,২১২ টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে ১২,৫১৪ টি শূন্যপদ রয়েছে।