বিক্রম ব্যানার্জী, কলকাতা: কড়া অভিবাসী নীতির কারণে বহুবার নানা মহলে ব্যাপক সমালোচিত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার পাত্র নন তিনি। আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিবাসীদের খুঁজে খুঁজে আটক করছে ট্রাম্প সরকার (America Immigration Raid)। সম্প্রতি সেই একই চিত্র ধরা পড়েছে দক্ষিণ পূর্ব জর্জিয়ায়।
475 জন শ্রমিককে গ্রেফতার করল ট্রাম প্রশাসন
আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিওর রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব জর্জিয়ার হুন্ডাইয়ের কারখানায় হানা দিয়ে দীর্ঘ তল্লাশি অভিযানের পর 475 জন শ্রমিককে গ্রেফতার করেছে আমেরিকার একটি তদন্তকারী দল। জানা যাচ্ছে, আটক হওয়া শ্রমিকদের মধ্যে অধিকাংশই আমেরিকার বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ার বাসিন্দা।
বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হুন্ডাইয়ের ওই কারখানায় হানা দেয় তদন্তকারী দলটি। সূত্র বলছে, ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার সাথে কথা বলেছে আমেরিকার সরকার। জানা যাচ্ছে, ট্রাম্পের কঠোর অভিবাসী নীতির অধীনেই ওই আটক করা শ্রমিকদের দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বৃহস্পতিবার সকালে জর্জিয়ার এলাবেল এলাকার ওই কারখানায় পৌঁছন অন্তত 500 জন মার্কিন অফিসার। জানা গিয়েছে, তাঁরা সকাল থেকে রাত 8টা পর্যন্ত ওই কারখানাতেই ছিলেন। রিপোর্ট বলছে, এই দীর্ঘ সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসনের অফিসাররা শ্রমিকদের পরিচয় পত্র খতিয়ে দেখছিলেন। এরপরই দীর্ঘক্ষণ যাচাই-বাছাইয়ের পর 475 জন অভিবাসীকে চিহ্নিত করে গ্রেফতার করেন তারা।
অবশ্যই পড়ুন: ‘মোদির কাছে শেখা উচিৎ নেতানিয়াহুর!’ ইজরায়েলি মিডিয়ায় ভারতের গুণগান
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, ধৃতদের মধ্যে 300 জনেরও বেশি শ্রমিক তাদের দেশের নাগরিক। এছাড়াও 23 জন মেক্সিকোর নাগরিক বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গোটা বিষয়টি জানার পর যোগাযোগ করেন ওয়াশিংটনের সঙ্গে। এরপরই আটক হওয়া শ্রমিকদের দক্ষিণ কোরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় আমেরিকা। যদিও গোটা ঘটনায় ফের সমালোচিত হচ্ছে ট্রাম্পের কঠোর অভিবাসী নীতি!