সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপ কাটতে না কাটতেই ভ্যাপসা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের উপরে নেই। যার ফলে আরোই যেন বৃষ্টি কমেছে বাংলায়। তবে একেবারে যে কমে গিয়েছে সেটাও নয়। বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথমদিনও দুর্যোগ চলবে জেলায় জেলায় বলে খবর।
মঙ্গলবারও একই পূর্বাভাস রয়েছে দক্ষিণের সব জেলায়। তবে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসার যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রয়েছে ওড়িশায়। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাংলায় ঢুকতে পারে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির মাত্রা বাড়াতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। অফিস জানাচ্ছে, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে আবারো একবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ১১ সেন্টিমিটার) জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে।