জেমি ম্যাকলারেনকে নিয়ে অবশেষে সুখবর! স্বস্তিতে মোহনবাগান

Good News Regarding Mohun Bagan Jamie Maclaren

বিক্রম ব্যানার্জী, কলকাতা: AFC চ্যাম্পিয়নস লিগ টু শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। ঠিক সেই আবহে, এবার অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিয়ে স্বস্তিতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Jamie Maclaren)।

খেলোয়াড়ের চোট থাকায় প্রশ্ন উঠছিল, আসন্ন টুর্নামেন্টের আগে তিনি কি আদৌ সুস্থ হয়ে উঠতে পারবেন? রবিবার সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও খুঁজে পেল বাগান সমর্থকরা। বেশ কয়েকদিন ধরেই মাঠে দৌড়াদৌড়ি করছেন অজি ফুটবলার। দলের সাথে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। তাহলে কি AFC চ্যাম্পিয়নস লিগে জায়গা পাকা জেমির?

AFC-তে খেলবেন জেমি ম্যাকলারেন?

বাগান সূত্রে যা খবর, আপাতত চোট যন্ত্রণা কমেছে অস্ট্রেলিয়ান ফুটবলারের। সেই কারণেই দলের হয়ে পুরো দমে মাঠে ঘাম ঝরাচ্ছেন তিনি। তবে জানা যাচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে জেমির। কাজেই, আগামী কয়েক দিনের মধ্যে ফিট হয়ে গেলেই জেমিকে মাঠে নিয়েই AFC চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নামবে সবুজ মেরুন, এমনটা আশা করাই যায়।

পুরোদমে অনুশীলন চলছে বাকিদের

পাখির চোখ এখন AFC চ্যাম্পিয়নস লিগ টু। তাই মূলত প্রথমে পাসিংয়ের পর শুটিংয়ে জোর দিয়েছেন সবুজ মেরুন কোচ হোসে মোলিনা। সম্প্রতি অনুশীলনে নেমে পুরোপুরি ছন্দে দেখা গিয়েছে জেসন কামিংস, রবসন, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদদের। অনুশীলনের মাঝে বলে বলে শট মারছিলেন তারা। সূত্রের খবর, আসন্ন টুর্নামেন্টের জন্য এখন পুরোপুরি প্রস্তুত মোহনবাগান শিবির।

অবশ্যই পড়ুন: ভুল পেনাল্টির অভিযোগ তুলে নৈহাটি স্টেডিয়ামে রেফারিকে ফেলে মারধর! গ্রেফতার ৪

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার বাগানের অন্যান্যরা মাঠে এসে কোচ মোলিনার তত্ত্বাবধানে অনুশীলন করলেও দেখা মেলেনি আলবার্তো রদ্রিগেজের। সবুজ মেরুন সূত্রে খবর, এদিন মাঠে পৌঁছলেও দলের বাকিদের সাথে অনুশীলন সারেননি স্প্যানিশ ফুটবলার।

Leave a Comment