সৌভিক মুখার্জী, কলকাতা: ইলিশ চুরি নিয়ে রাজনৈতিক শোরগোল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবার সরাসরি আক্রমণ করলেন রাজ্যের শাসকদল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এদিন নিজের ফেসবুক পোস্টেই তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন।
এমনকি হেডলাইনে লিখেছেন, “ডায়মন্ড হারবার মডেল – তোলাবাজ পুলিশের ইলিশ চুরি!” অভিযোগ উঠছে, সাধারণ মাছ ব্যবসায়ীদের কাছ থেকেই মমতা সরকারের পুলিশ হাজার হাজার টাকা তোলা আদায় করছে যা নিয়ে তীব্র উত্তেজনা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
শুভেন্দু অধিকারী এদিন ফেসবুক পোস্টে লিখেছেন, স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা সম্প্রতি এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। মাছের আড়ৎ থেকে ইলিশ কিনে গাড়ি ভর্তি করে ফেরার পথে পুলিশ তাঁদের উপর চাপ সৃষ্টি করছে। প্রতি গাড়ি থেকে 40 থেকে 50 হাজার টাকা করে তোলা চাওয়া হচ্ছে। আর টাকা দিতে অস্বীকার করলেই পুলিশ অজুহাত দিচ্ছে, গাড়িতে ছোট ইলিশ রয়েছে। এমনকি সেই অভিযোগে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে রেখে দেওয়া হচ্ছে।
ডায়মণ্ড হারবার মডেল – তোলাবাজ পুলিশের ইলিশ চুরি !!!
মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে। সরকারি বেতনে অসন্তুষ্ট এই আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত তথাকথিত “আইন রক্ষক” এর দল নিজেরাই চৌর্যবৃত্তির পথ অবলম্বন করছে ! কি ভাবে এই চুরির সাম্রাজ্য বিস্তার করা… pic.twitter.com/UpASheSNo9
— Suvendu Adhikari (@SuvenduWB) September 8, 2025
তিনি আরও দাবি করেছেন, মগরাহাট থানার এক আধিকারিক সৈকত রায় সরাসরি একটি মাছ বোঝাই গাড়ি আটকে দেন। ব্যবসায়ীরা তোলা দিতে অস্বীকার করলে দিনের শেষে সেই গাড়ির মাছ নিয়ে নিজেই ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার মাছের আড়তে বিক্রি করতে যান। আর ঠিক তখনই ব্যবসায়ী হাতেনাতে ধরে ফেলেন ওই পুলিশ অফিসারকে।
ব্যবসায়ীদেরও গুরুতর অভিযোগ
শুধু শুভেন্দু নয়, এই ইলিশ চুরি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ আরো গুরুতর। তাঁদের কথায়, পুলিশের তরফ থেকে শুধুমাত্র গাড়ি আটকে রাখা হচ্ছে না, বরং গোপনে দুটি সিনটেক্স পেটি ভর্তি ইলিশ মাছ সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর পরে সেই মাছ বিক্রি করে তোলার টাকা তোলে মমতার পুলিশ। এই ঘটনায় তুমুল বিক্ষোভ দেখিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ সাইকেল মিস্ত্রী থেকে ভিলেজ পুলিশ, বালির ব্যবসা! জাহিরুলের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা পেল ED
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এই রাজ্যের পুলিশ এখন তোলাবাজ হয়ে উঠেছে। দুষ্কৃতীদের ধরার জন্য নয়, বরং এখন তাঁদের কাজ ব্যবসায়ীদের থেকেই টাকা তোলা। গাড়িতে থাকা মাল পর্যন্ত চুরি করে বিক্রি করে দিতে পথ দেখাচ্ছে ডাকাত সম্রাটের ডায়মন্ড হারবার মডেল!