আশঙ্কার পরিসমাপ্তি কর্মীদের, অবশেষে সুপ্রিম কোর্টে শেষ DA মামলার শুনানি, রায় কবে?

Supreme Court WB DA Case hearing ended Now

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হল রাজ্য সরকারি কর্মীদের DA মামলার শুনানি (Supreme Court WB DA Case)। তবে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর রাজ্যকে নিজেদের বক্তব্য জানানোর জন্য আরও দু সপ্তাহ সময় দিয়েছে। একই সাথে কর্মীরাও তাদের বক্তব্য জানানোর জন্য সময় পাবেন এক সপ্তাহ।

এখনও মহার্ঘ ভাতা হাতে পাননি রাজ্যের সরকারি কর্মীরা

রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে আদালতে মামলা চলেছে দীর্ঘদিন। শেষবারের মতো গত 16 মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় রাজ্যকে যেভাবে হোক 4 সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া 25 শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে।

এদিকে, বিচারপতিদের এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বড় যুক্তি খাড়া করে বলেন, DA রাজ্যের সরকারি কর্মীদের অধিকারের আওতায় পড়ে না। বর্ষীয়ান আইনজীবীর বক্তব্য শোনার পর শীর্ষ আদালতের বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, এভাবে দীর্ঘদিন অহেতুক কর্মীদের টাকা আটকে রাখা যায় না। কাজেই, যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়াটি বিবেচনা করে কর্মীদের টাকা মিটিয়ে দিতে হবে।

অবশ্যই পড়ুন: স্পিনে ঘায়েল হবে টিম ইন্ডিয়া! ‘ওদের কপালে দুঃখ আছে’ বলে হুঁশিয়ারি পাক অধিনায়কের

যদিও বাস্তব অভিজ্ঞতা, আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত মহার্ঘ ভাতার বকেয়া অর্থ পাননি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। বদলে, শীর্ষ আদালতকে রায় পুনরায় বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন রাজ্যপক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি। রাজ্যের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করতে সরকারের অন্তত 6 মাস সময় লাগবে।

কেননা, সরকারি কর্মীদের বকেয়া অর্থ মেটাতে গেলে যে পরিমাণ অর্থ প্রয়োজন, ততটা চলতি আর্থিক বছরের বাজেটে বরাদ্দ করা হয়নি। তাছাড়াও নানান ভাতা এবং সরকারি প্রকল্পের কারণে রাজ্যের কোষাগারে টান ধরেছে। রাজ্যের আবেদনের পর সোমবার সব পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ফলত, রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে, এই সংক্রান্ত প্রশ্নটা থেকেই যাচ্ছে।

Leave a Comment