ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ডাবল ডোজ! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে

weather update

সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম অতীত, বৃষ্টি একদম তেড়েফুঁড়ে আসতে চলেছে জেলায় জেলায়। সামনেই রয়েছে দুর্গাপুজো। তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো। ঢাকে ইতিমধ্যে কাঠিও পড়ে গিয়েছে। একদিকে যখন পুজো প্রস্ততি চলছে, তখন সব আনন্দ মাটি করতে ধেয়ে আসছে বৃষ্টি। তাও কিনা আবার ভারী বর্ষণ। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে পাকিস্তান, রাজস্থান, কচ্ছ, কোটা, ওরাই, সিদ্ধি, রাঁচি, দিঘা সহ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। শুধু তাই নয়, একটি উচ্চ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যেটি কিনা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ অবধি বিস্তৃত। এর ফলে আজ মঙ্গলবার থেকে ভারী দুর্যোগের সম্মুখীন হতে চলেছে বাংলার অধিকাংশ জেলা। চলুন তাহলে জেনে নেওয়া যাক দক্ষিণ থেকে উত্তরের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) সম্পর্কে। বৃষ্টি যেন কার্যত উবে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। মাঝেমধ্যে মেঘের সঞ্চার হলে বা ছিটেফোঁটা বৃষ্টি হলেও গরম যে কে সেই। এক কথায় দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

পুজোর মুখে বিরাট দুর্যোগের সম্মুখীন হতে চলেছে উত্তরবঙ্গ। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে বইবে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

আগামীকালের আবহাওয়া

এবার চলুন জেনে নেওয়া যাক বুধবার অর্থাৎ আগামীকাল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিনও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। টানা ১৪ সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের ভারী দুর্যোগের আভাস দেওয়া হয়েছে।

এদিকে বুধবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

 

1 thought on “ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ডাবল ডোজ! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে”

Leave a Comment