সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে বিধানসভা ভোট। আর এই ভোটের আবহে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিহারে বিধানসভা নির্বাচনের আগে অঙ্গনওয়াড়ি (Anganwadi) কর্মী এবং সহায়িকাদের বিষয়ে নীতীশ সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সাম্মানিক বাড়ানো হল সকলের। নীতীশ কুমার নিজেই X-এ পোস্ট করে এই বিষয়ে তথ্য দিয়েছেন।
ভোটের মুখে বিরাট ঘোষণা
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যের শিশু এবং গর্ভবতী মহিলাদের পুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। এখন অঙ্গনওয়াড়ি কর্মীর সাম্মানিক ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহকারীদের সাম্মানিক ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,৫০০ টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে।’ স্বাভাবিকভাবেই দিওয়ালির আগে ও ভোটের আগে রাজ্য মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় খুশির হাওয়া বইছে সকলের মধ্যে।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ২০০৫ সালের নভেম্বরে সরকার গঠনের পর থেকে আমরা গর্ভবতী মহিলা এবং শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যাপকভাবে কাজ করেছি এবং এর জন্য সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৬ ধরণের পরিষেবা প্রদান করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সুবিধাভোগীদের কাছে এই পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের গুরুত্বপূর্ণ অবদানের পরিপ্রেক্ষিতে, তাদের সম্মানী বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা আরও উন্নত হবে।
এখন বিহারে ১.১৫ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে
এক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিহারে ১.১৫ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ১.০৫ লক্ষ কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীরা কাজ করছেন। যেখানে ১০ হাজার কর্মী ও সহকারীকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে যুক্ত করা হয়েছে। নতুন ঘোষণার আওতায়, ২.১০ লক্ষ কর্মী ও সহকারী সম্মানী বৃদ্ধির সুবিধা পাবেন। উল্লেখ্য, গত বছরও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করেছিল।