সহেলি মিত্র, কলকাতাঃ শিয়রে রয়েছে দুর্গাপুজো। তবে এই মহোৎসবের আগে আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা কাকে বলে তার সাক্ষী থাকছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। একদিকে যখন প্রখর রোদ, ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের, সেখানে অপরদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গে। সেখানে যেন দুর্যোগ থামারই নাম নিচ্ছে না। আজ বুধবারও প্রবল বর্ষণ হবে জেলায় জেলায়।
আসলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব পাকিস্তান, জোধপুর, চাপড়া, পুরুলিয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা সাড়ে চার কিলোমিটার। এ ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং আশপাশের এলাকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সেটি ৩.১ কিলোমিটার উঁচুতে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। এদিন ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আপাতত। বুধবার ভারী থেকে অতি ভারী বর্ষণের (৭-২০ সেমি) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন বৃহস্পতিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? আলিপুর জানাচ্ছে এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদবাকি জেলাতেও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া অর্থাৎ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।