পুরাতনের দিন শেষ? বাজারে আসছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট! RBI-র বড় ঘোষণা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই বাজারে আসছে 100 ও 200 টাকার নতুন নোট। হ্যাঁ, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে অতিসত্বর দেশের বাজারে জারি হচ্ছে 100 ও 200 টাকার নতুন নোটগুলি।

তবে হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্কের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বাজারে চলমান 100 ও 200 টাকার নোটগুলির তুলনায় নতুন নোটের নকশায় কোনও পরিবর্তন থাকবে না। তবে বেশ কয়েকটি রিপোর্ট বলছে, নোটগুলিতে একটি বিশেষ বদল আনতে চলেছে RBI। কী সেটি? জেনে নেওয়া দরকার সকলেরই।

নতুন নোটে এই বিশেষ বদল আনবে RBI

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্পট জানিয়েছে, পুরনো 100 ও 200 টাকার নোট নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে সেগুলি থেকে দূরে থাকুন। পুরনো নোট আপাতত বৈধ বলেই জানিয়ে দিয়েছে RBI। তবে সূত্রের খবর, বাজারে যে নতুন 100 ও 200 টাকার নোট আসতে চলেছে সেগুলিতে একটি বিশেষ বদল আনবে RBI।

খোঁজ নিয়ে জানা গেল, নোটগুলির নকশায় বদল না এলেও নতুন 100 ও 200 টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে বলেই খবর। যদিও এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেক গভর্নর দায়িত্ব গ্রহণের পরই তাঁর স্বাক্ষরিত নোটই জারি হয় বাজারে।

2000 টাকার নোট বন্ধ হওয়া সত্ত্বেও বাড়ছে নগদ লেনদেন

বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, বেশি 2000 টাকার নোট নিষিদ্ধ হওয়ার পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে নগদ লেনদেন। জানা গিয়েছে, 2017 সালের মার্চ মাসে যেখানে দেশে নগদ লেনদেন ছিল 13.35 লক্ষ কোটি টাকা, 2024 আর্থিক বছরের মার্চ মাসে তা বেড়ে 35.15 লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময় যত যাচ্ছে ডিজিটাল লেনদেনের বাজারে নগদ লেনদেন কমার বদলে ক্রমশ বাড়ছে।

অবশ্যই পড়ুন: ৬০ বছর বয়স হলে প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন! কারা, কীভাবে পাবে দেখুন

পিছিয়ে নেই ডিজিটাল লেনদেনও

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশে নগদ লেনদেনের পাশাপাশি UPI অর্থাৎ ডিজিটাল লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। 2020 সালের হিসেব দেখলে জানা যাবে, সেবছরের মার্চ মাসে UPI লেনদেন যেখানে 2.06 লক্ষ কোটি টাকা ছিল, সেই তুলনায় 2024 আর্থিক বছরের ফেব্রুয়ারিতে তা বেড়ে 18.07 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেক্ষেত্রে যদি গোটা 2024 আর্থিক বছরের কথা বলা যায় তবে, গোটা মরসুমে দেশে ডিজিটাল লেনদেন হয়েছে 172 বিলিয়ন। ভাবা যায়!

Leave a Comment