এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগেই অবসর ঘোষণা পাকিস্তানের ফাস্ট বোলারের

Pakistani Pacer Retirement Usman Khan Shinwari announces his international retirement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ। আগামী 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। আর তার আগেই অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ফাস্ট বোলার উসমান শিনওয়ারি (Usman Khan Shinwari)। পাক দলের সাথে দীর্ঘদিন যুক্ত থাকলেও সে অর্থে সুযোগ পাননি তিনি। তাই এশিয়া কাপ শুরুর আগেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন পশ্চিমের দেশের এই ক্রিকেটার।

12 বছরে খেলেছেন মাত্র 34টি ম্যাচ

পাকিস্তান দলের সাথে দীর্ঘ 12টা বছর যুক্ত ছিলেন 31 বছর বয়সী বাঁ হাতি পেসার উসমান। তবে প্রতিদান হিসেবে বারবার ফিরে পেয়েছেন শুধুই উপেক্ষা। জানলে অবাক হবেন, পাকিস্তান দলের সাথে এক দশকেরও বেশি সময় যুক্ত থাকলেও আন্তর্জাতিক স্তরে উসমান খেলেছেন মাত্র 34টি ম্যাচ। 2013 সালে পাকিস্তান দলে অভিষেকের পর 2019 সালে শেষবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে আর পাক দলে ডাক পড়েনি তাঁর।

খোঁজ নিয়ে জানা গেল, দীর্ঘ 6 বছর জাতীয় দল থেকে বিচ্ছিন্ন থাকার কারণে উসমানের মনে ভর করেছিল হতাশা। তবে আশা ছিল হয়তো কোনও না কোনও দিন তাঁর জন্য খুলবে জাতীয় দলের দরজা। কিন্তু তেমনটা হয়নি। 2025 সালে এসেও পাকিস্তান দল থেকে পাননি কোনও সুখবর। তাই শেষ পর্যন্ত কামব্যাকের অপূর্ণ স্বপ্ন নিয়েই ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান দলে উপেক্ষিত ক্রিকেটার উসমান।

আন্তর্জাতিক ক্রিকেটে উসমানের অবদান

পাকিস্তান দলের হয়ে সদ্য অবসরপ্রাপ্ত উসমান মোট 17টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেই যাত্রায় উইকেট তুলেছেন 34টি। এছাড়াও, একদিনের ক্রিকেটে দুবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে উসমানের। তাছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে 16 ম্যাচ খেলে 13টি উইকেট নিয়েছেন তিনি। এই দুই সংস্করণ ছাড়াও মাত্র একটি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন এই পাকিস্তানি বোলার। সেখানেও একটি উইকেট রয়েছে তাঁর। এক কথায় আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে পাকিস্তান দলকে কার্যত বেশিরভাগ আসরেই প্রতিদান দিয়েছেন শিনওয়ারি।

Pakistani Pacer Retirement Usman Khan Shinwari announces his international retirement

অবশ্যই পড়ুন: নেপালের পশুপতিনাথ মন্দিরে ভাঙচুর বিক্ষুব্ধ জনতার! ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, পাকিস্তান দলের সাথে দীর্ঘদিন যুক্ত থাকলেও উসমানের সেরা পারফরমেন্স ছিল 2017 সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে তিনি একাই 5 উইকেট ভেঙে লঙ্কান শিবিরে ধ্বস নামিয়েছিলেন। বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 5 উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। তবে দেশের একজন যোগ্য ক্রিকেটার হওয়া সত্বেও বছরের পর বছর উসমানের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Leave a Comment