উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! মালদায় মৃত্যু ২ ছাত্রের, উত্তপ্ত এলাকা

Malda

প্রীতি পোদ্দার, কলকাতা: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা দিতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা! দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মালদহের (Malda) সামসিতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু ২ ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। ব্যাপক যানজট রাজ্য-সড়কে। কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার।

মর্মান্তিক দুর্ঘটনা

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার সকালে উচ্চমাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার মতিগঞ্জে। জানা গিয়েছে, মোটরবাইকে করে ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার পথে হঠাৎ করে পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন তন্ময় প্রামাণিক এবং মহম্মদ রেহান। দুজনেরই বয়স ১৮। ভয়াবহ সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। যার ফলে রতুয়া সামসী রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভের আগুন এলাকায়

জানা গিয়েছে, মৃত ২ ছাত্র তন্ময় প্রামাণিক এবং মহম্মদ রেহান সামসী এগ্রিল হাইস্কুলের ছাত্র ছিল। তাঁরা রতুয়ার শ্রীপুর বল্লভপুরের বাসিন্দা ছিলেন। পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাই স্কুলে। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই হল মর্মান্তিক পরিণতি। এদিকে দুর্ঘটনার জেরে বিক্ষোভের সমারোহ তৈরি হয় এলাকায়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুর্ঘটনাস্থলে আসে সামসী ফাঁড়ির পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সামসী গ্রামীণ হাসপাতালে। প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে হাসপাতালে যান তাঁদের দেখতে। দুই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সামসী এগ্রিল হাইস্কুল-সহ শ্রীপুর এলাকায়।

আরও পড়ুন: ঠিকাদারি দিয়ে শুরু, আচমকাই রকেট গতিতে উত্থান! কে এই বালি ব্যবসায়ী সৌরভ রায়?

পলাতক চালক

সামসী ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তন্ময় প্রামাণিকের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকানে কাজ করেন অন্যদিকে রেহানের বাবা পেশায় একজন কৃষক। খুবই অভাবের সংসারে তাঁদের বড় হয়ে ওঠা, আর এই অভাব অনটনের মধ্যেই এই দুর্ঘটনা দুটো পরিবারে এক বড় ঝড় বয়ে এনেছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ইতিমধ্যেই ঘটনাস্থলে যাচ্ছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস। এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানটি রাস্তায় ফেলে রেখে পালান চালক। গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে তবে চালকের খোঁজ চলছে।

Leave a Comment