প্রীতি পোদ্দার, কলকাতা: ক্লাসে নেই শিক্ষক, শিক্ষিকা! বেহাল অবস্থা পড়াশোনার। এমতাবস্থায় ফাঁকা ক্লাসরুমে অশালীন চিত্র প্রকাশ্যে এল রামগঞ্জ (Ramganj) হাইস্কুলের। অভিযোগ উঠছে বেশ কয়েকজন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী নোংরামি করছে শিক্ষা প্রতিষ্ঠানে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
ভাইরাল ভিডিও
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার হাইস্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসের অন্দরে এক অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাহীন ফাঁকা ক্লাসরুমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী একই বেঞ্চে পাশাপাশি বসে নানা অশালীন কাণ্ড করছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রামগঞ্জ এলাকার স্থানীয়দের মধ্যে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, নামেই এক শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়েছে কিন্তু আদতে এখানে পড়াশোনা কিছুই হয় না, উল্টে ছাত্র ছাত্রীদের নোংরামি চলছে।
কী বলছেন পরিচালন সমিতির সভাপতি?
রামগঞ্জ হাইস্কুলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা আইনজীবী রেজিনা বেগমজি জানিয়েছেন যে, “ ভাইরাল ভিডিওটি সম্পর্কে সম্প্রতি জানতে পেরেছি, বিভিন্ন ফোনেও দেখেছি, তবে সেটি রামগঞ্জ হাইস্কুলের কিনা সেটি এখনও যাচাই করা হয়নি।” তাঁর মতে ইতিমধ্যেই নাকি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। জানা যাচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হলেই এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। যদি এই ঘটনা সত্য বলে বিবেচিত হয় তাহলে এর বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ‘মাইনরিটির ভোটটাই কিন্তু গুরুত্বপূর্ণ!’ বিমাবন্দরে মমতাকে স্বাগত জানাতে না পেরে বেফাঁস নেতা
অভিভাবকদের অভিযোগ
ভাইরাল ভিডিও ঘিরে স্কুলের অভিভাবকদের মধ্যে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। একাংশের অভিযোগ, “ যদি এই ভাইরাল ভিডিও রামগঞ্জ হাইস্কুলের হয়ে থাকে তাহলে খুবই নিন্দনীয় ঘটনা ঘটতে চলেছে এটি। এই ঘটনায় শুধু ছাত্র ছাত্রীরাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্তৃপক্ষেরও সমান দোষ রয়েছে। শুধুমাত্র নজরদারির অভাবে এবং উদাসীনতার কারণে আজ শিক্ষার এই হাল, এমন ভাবে চলতে থাকলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে আরও নিমজ্জিত হয়ে যাবে।”