প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগেই শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যে, প্রতিটি বুথে বরাদ্দ ১০ লক্ষ টাকার ব্যয় কিসে হবে, তা ঠিক করবেন সাধারণ মানুষ। অন্যদিকে এই শিবিরে থাকছে সরকারী আধিকারিকদের উপস্থিতি, যাঁরা শংসাপত্র দিয়ে প্রকল্পে সিলমোহর দেবেন। একই সঙ্গে থাকছে ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও। এমতাবস্থায় সরকারি এই কর্মসূচি নিয়ে এবার বিস্ফোরক পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিস্ফোরক পোষ্ট শুভেন্দু অধিকারীর
আজ অর্থাৎ বুধবার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রামবাসী। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করা খুবই দুষ্কর হয়ে উঠেছে, তার উপর অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। বহুবার এই বেহাল রাস্তার সমস্যা নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। তাই এবার সরকারের আমাদের পাড়া আমাদের সমাধানে এসে হুলুস্থুল কাণ্ড ঘটাল গ্রামবাসীদের একাংশ।
বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
জানা গিয়েছে, এদিন প্রশাসনের তরফ থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কর্মসূচির শিবিরের আয়োজন করা হলে স্থানীয় প্রায় শতাধিক মহিলা কেন রাস্তার সংস্কার করা হয়নি তার জবাব চাইতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় শিবিরে উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা। তাঁদেরকে সেখানেই তালা বন্ধ করে আটকে রাখেন উত্তেজিত গ্রামের মহিলারা। এরপর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘন্টা দেড়েক পর বিডিও পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যদের উদ্ধার করা হয়। বিডিও বাইরে আসার পর বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশের সাহায্য নিয়ে বিডিও গাড়িতে করে এলাকা ছাড়েন। অন্যদিকে তাঁর পেছন পেছন বিক্ষোভকারীরাও দৌড়াতে থাকেন।
আমাদের পাড়া আমাদের সমাধান – বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!!
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই দায়, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে… pic.twitter.com/BqLY3ggQGM
— Suvendu Adhikari (@SuvenduWB) September 10, 2025
আরও পড়ুন: ক্লাসরুম না OYO! ইসলামপুরে স্কুলে নোংরামি পড়ুয়াদের, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
মমতাকে খোঁচা শুভেন্দুর
পশ্চিম মেদিনীপুরের বেহাল রাস্তা নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনরকম পদক্ষেপ না করায় বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের শহর থেকে গ্রাম রাজ্যের হাল একেবারেই বেহাল। তার ১০০% কাজ হয়ে যাওয়ার দাবী আসলে পুরোপুরি ভাঁওতা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন, তাই দিকে দিকে এই রকম স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখানো হচ্ছে। তাই খুব শীঘ্রই ‘আমাদের পাড়া আমাদের সমাধানের’ থেকে ‘আমাদের পাড়া, তৃণমূল তাড়া’ কর্মসূচিতে পরিণত হতে চলেছে।”।