ভয়াবহ তুষারধস সিয়াচেনে, বরফে চাপা পড়ে মৃত্যু ৩ সেনা জওয়ানের

Siachen Avalanche

সৌভিক মুখার্জী, কলকাতা: বরফে ঢাকা সিয়াচেন আবারও ভারতের তিন জওয়ানের প্রাণ কেড়ে নিল। হ্যাঁ, মঙ্গলবার সেনাদের বেস ক্যাম্পের কাছেই আচমকা ভয়ংকর তুষারধস (Siachen Avalanche) নামে। মুহূর্তের মধ্যে সাদা মৃত্যুর আঁচলে চাপা পড়ে যান একাধিক সেনা সদস্য। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ তিন সদস্যের মধ্যে রয়েছেন সিপাহী মোহিত কুমার, অগ্নিবীর নীরজ কুমার চৌধুরী এবং দাভী রাকেশ দেবাভাই। বর্তমানে উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর।

মৃত্যুপুরীর সমান সিয়াচেন

প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন হিমবাহু। প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় পূর্বে কারাকোরাম পর্বতমালার বুকে দাঁড়িয়ে রয়েছে এই বরফের পুরী, যেখানে প্রতিদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে টিকে রয়েছেন ভারতীয় সেনারা। সবথেকে বড় ব্যাপার, এখানে শত্রুদের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে প্রকৃতি। কারণ তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস ৬০ ডিগ্রিতে। এমনকি অক্সিজেনের মাত্রা থাকে না বললেই চলে। তুষারপাত নামলে মুহূর্তের মধ্যেই চাপা পড়ে প্রাণ বলিদান দিতে হয় সৈনিকদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

আগেও গিয়েছে বহু প্রাণ

প্রসঙ্গত, এটি প্রথমবার নয়। এর আগেও বারবার তুষারধসে সেনাদের প্রাণহানি হয়েছে। ২০১৯ সালে ১৮ হাজার ফুট উঁচু পোস্টের কাছে ধসের কবলে পড়েছিল সেনারা। আর সেখানে ৪ জওয়ান ও ২ কুলি প্রাণ হারান। পাশাপাশি ২০২১ সালে হানিফ সাব-সেক্টরে প্রাণ হারিয়েছেন ২ সেনা এবং ২০২২ সালে অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে ধসের কবলে পড়ে ৭ সেনা জওয়ানের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ লঞ্চ হল iPhone 17 সিরিজ! দেখে নিন ভারতে প্রতিটি মডেলের দাম

এই ঘটনার পর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস এক্স হ্যান্ডেলে পোস্ট করে শহীদ জওয়ানদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেখানে লেখা হয়েছে, দেশের জন্য বীর সেনাদের আত্মত্যাগ সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এমনকি শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।

Leave a Comment