বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো সরকার চাইছে নেপালের যুব সমাজ (Nepal Wants Government Like Modi)। তাঁদের দাবি, নরেন্দ্র মোদির সরকার যদি নেপালে থাকতো, তাহলে আজ দেশবাসীকে এই দিন দেখতে হতো না। মূলত এমন বক্তব্য সামনে রেখেই এবার কাঠমান্ডুর মেয়র তথা এক সময়ের র্যাপার বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে চাইছে উত্তপ্ত নেপালের ছাত্র যুবরা। সোশ্যাল মিডিয়াতেও সেই দাবি জোরালো হচ্ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট করে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য।
ভিডিও পোস্ট করে রাহুলকে কটাক্ষ অমিতের
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। ভিডিওটিতে নেপালের আন্দোলনকারীদের মাঝে এক সাংবাদিককে দেশটির ছাত্র যুবদের উদ্দেশ্যে প্রশ্ন করতে দেখা যায়। ভিডিওটিতে এক নেপালি আন্দোলনকারীকে বলতে শোনা যায়, মোদির মতো সরকার যদি নেপালে থাকতো, তবে আজ আমাদের দেশ বিশ্বের এক নম্বর দেশ হতো। যুবকের কথায়, কাঠমান্ডুর মেয়র বালেন ক্ষমতায় এলেই নেপালের যাবতীয় সমস্যা দূর হবে।
মূলত এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ক্যাপশনে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন অমিত। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, কংগ্রেস রাহুল গান্ধীকে Genz যৌন প্রতীক হিসেবে তুলে ধরার জন্য বেকার অর্থ খরচ করছে। যেখানে তাঁকে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় বাইক চালাতে, নিজের পেটের পেশী প্রদর্শন করতে, পুশ আপ এবং ভ্রমণের মতো বোকা বোকা রিল আপলোড করতে দেখা যায়।
এরপরই গেরুয়া শিবিরের নেতা অমিত লেখেন, বাস্তবতা হল নেপালেও জেনারেল জেড নরেন্দ্র মোদির মতো একজন প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে। যার দৃঢ়বিশ্বাস এবং মানুষের জন্য কাজ করার ক্ষমতা আছে। অমিতের সংযোজন, রাহুল গান্ধীর সাহসী, বুদ্ধিহীন নাটকীয়তা ইনস্টাগ্রামের কৌশল হিসেবেই কাজ করবে। তিনি তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষীদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে বারবারই ব্যর্থ হচ্ছেন। বিজেপি নেতার এমন পোস্ট যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনার জন্ম দেবে সে কথা বলাই যায়।
Congress spends obscene amounts of money projecting Rahul Gandhi as a Gen Z “sex symbol” — with silly reels of him flaunting his abs, riding bikes, doing push-ups, or diving around.
But the reality is stark: Gen Z in Nepal, like in India, aspires for a leader like PM Modi,… pic.twitter.com/yIrS0n4ANW
— Amit Malviya (@amitmalviya) September 10, 2025
অবশ্যই পড়ুন: ভারতে পড়াশোনা করেছেন বালেন্দ্র শাহ, নেপালের হবু প্রধানমন্ত্রীর এই অতীত সবারই অজানা
উল্লেখ্য, নেপালের ছাত্র যুবদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি দেশও ছেড়েছেন কেপি শর্মা ওলি। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির সেনাবাহিনী প্রাক্তন প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে কোনও এক অজানা জায়গায় নিয়ে গিয়েছে। এদিকে নেপালের আপামর তরুণ সমাজের দাবি, কাঠমান্ডুর মেয়র পদ ছেড়ে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসুক র্যাপার বালেন্দ্র শাহ। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার বছর 35 এর এই তরুণ নেতার সমর্থনে ঝড় বয়ে যাচ্ছে, নেট দুনিয়ায়।