সৌভিক মুখার্জী, কলকাতা: ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন সত্যি হতে চলেছে! এতদিন অনেকের স্বপ্ন অধরা থাকে যেত খরচের কথা ভেবে। তবে এবার মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড এমন এক চমক নিয়ে আসলো, যা শুনে অবাক হবেন আপনিও। হ্যাঁ, মাত্র 18,000 টাকার কম খরচেই মিলতে পারে সেখানে স্থায়ী বসবাসের (Poland Citizenship) অনুমতি। আর এই সুযোগে ভারতীয়রাও আবেদন করে নিতে পারে।
আসলে পোল্যান্ডের স্থায়ী নাগরিকের কার্ড হাতে পেলে যেকোনও বিদেশি নাগরিক অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকতে বা কাজ করতে পারে, আলাদা করে ওয়ার্ক পারমিটের কোনওরকম প্রয়োজন হয় না। শুধু তাই নয়, পোল্যান্ডে যেকোনও নিয়োগকর্তার অধীনে কাজ করা যায়, এমনকি সেনজেন এলাকায় 180 দিনের মধ্যে 90 দিন ভিসা ফ্রি ভ্রমণ করা যায়। শুধু তাই নয়, দীর্ঘ মেয়াদে পোল্যান্ডের নাগরিকদের দিকেও এগোনোর সুযোগ তৈরি হয়।
কারা আবেদন করতে পারবে?
এই সুযোগ পেতে গেলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, টানা পাঁচ বছর পোল্যান্ডে টেম্পোরারি রেসিডেন্স পারমিটে বসবাস করতে হবে। অথবা, কমপক্ষে তিন বছর ধরে পোলিশ নাগরিকের সঙ্গে বিবাহিত থাকতে হবে এবং অন্তত দুই বছর ধরে পোল্যান্ডে থাকতে হবে। এর পাশাপাশি স্থায়ী বা ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী রেসিডেন্ট হোল্ডারের সন্তানেরাও আবেদন করতে পারবে। আর নিয়মিত আয়ের উৎস থাকা, জায়গার প্রমাণ এবং B1 লেভেলের পোলিশ ভাষায় জ্ঞান থাকতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
পোল্যান্ডের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হলে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হয় সেগুলি হল—
- বৈধ পাসপোর্ট এবং তার ফটোকপি,
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- পোলিশ ভাষা সার্টিফিকেট,
- আয়, থাকার জায়গা এবং ট্যাক্স প্রদানের প্রমাণ,
- বিয়ের সার্টিফিকেট, স্বামী-স্ত্রীর আইডি বা সন্তানের জন্ম সার্টিফিকেট।
আরও পড়ুনঃ নবান্ন অভিযানে আহত অভয়ায় মা, নয়া নির্দেশ পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্টের
কীভাবে আবেদন করতে হয়?
প্রথমে আপনাকে প্রয়োজনীয় সব নথি সংগ্রহ করতে হবে। এরপর পোল্যান্ডের সংশ্লিষ্ট Voivodeship অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নির্দিষ্ট দিন হাজির হতে হবে। সেখানে আবেদন জমা দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, আবেদন ফি বাবদ 15,577 টাকা, রেসিডেন্ট কার্ড ফি বাবদ 2434 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ মোট আপনার 18,000 টাকা মতো খরচ পড়বে। আর মোটামুটি ৬ থেকে 12 মাসের মধ্যে অনুমোদন পাওয়া যায়।