প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলের পঠনপাঠন থেকে শুরু করে উন্নতি সবটাই হয়েছিল তিনি আসার পর থেকে। বেড়েছে পড়াশোনার মান, পড়ুয়ার সংখ্যা। কিন্তু, এবার সেই শিক্ষককেরই বদলি হয়ে যেতে চলেছেন। আর তাতেই মন খারাপ পড়ুয়া থেকে অভিভাবকদের একাংশের। তাই সেই বদলির প্রতিবাদে এবার বিক্ষোভ কোচবিহারের মাথাভাঙ্গা (Mathabhanga) এলাকায়। প্ল্যাকার্ড পোস্টার নিয়ে রীতিমত আন্দোলনের পথে হাঁটল অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা।
শিক্ষকের বদলি বাতিল করতে পথে পড়ুয়ারা
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায় ১ নম্বর ব্লকের দরিবশ এলাকায়। সেখানকার দরিবশ পশ্চিম পঞ্চম পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক হলেন হাশেম রেজা। সম্প্রতি তাঁরই বদলির নির্দেশ এসেছে স্কুলে। কিন্তু এই শিক্ষকই স্কুলের পঠনপাঠন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। শুধু তাই নয় বাচ্চাদের পড়াশোনায় সঠিক পরিবেশ তৈরি করা থেকে শুরু করে স্কুলের নানা পরিকাঠামোগত উন্নতি তাঁর হাত ধরেই সম্ভব হয়েছে। শিক্ষক হাশেম রেজার অনুপ্রেরণাতেই শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সেরা বিদ্যালয় এবং মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের সেরা বিদ্যালয়ের শিরোপা পেয়েছিল। এমতাবস্থায় তাঁর এই বদলি কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তন পড়ুয়ারা।
স্মারকলিপি জমা বিক্ষোভকারীদের!
জানা গিয়েছে দরিবশ পশ্চিম পঞ্চম পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক হাশেম রেজার এই বদলি আটকাতে ইতিমধ্যে SI অফিসে অভিভাবক এবং পড়ুয়াদের তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে তারা যেন শিক্ষক হাশেম রেজার বদলি বাতিল করে দেয় এবং পুনরায় তাঁকে দরিবশ পশ্চিম পঞ্চম পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে থাকার সুব্যবস্থা করে দেয়।
আরও পড়ুন: “বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়!” জলপাইগুড়ির সভা থেকে কেন্দ্রকে তোপ মমতার
উল্লেখ্য বদলি বিষয়ে সহ শিক্ষক হাশেম রেজাও বেশ দুঃখিত। তবে তাঁর প্রতি এলাকাবাসীর ভালবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেন, “স্কুলের সব পড়ুয়াই আমার সন্তানের মতো। ওদের খেয়াল রাখতে পেরে, পড়াতে পেরে আমি খুব খুশি। ” যদিও বদলির এই ব্যাপারটা নিয়ে অভিভাবকরা জানিয়েছেন যদি SI অফিস তাঁদের দাবি না মানে, তাহলে তাঁরা পথে আন্দোলন শুরু করবেন।