বিক্রম ব্যানার্জী, কলকাতা: 10 দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তা না হলে, যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। এবার এমন নিয়মই চালু করতে চলেছে অসম সরকার (Assam Government On Citizenship)। মঙ্গলবার, ক্যাবিনেট বৈঠকের পর অসম প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, সন্দেহভাজন বিদেশিদের নাগরিকত্ব প্রমাণ করতে দশ দিন সময় দেওয়া হবে। এজন্য আনা হবে নতুন নিয়ম।
বলা বাহুল্য, 1950 সালের আইন চালু করে রাজ্য সরকারকে বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়াকে বাইপাস করার ক্ষমতা দেওয়া হচ্ছে। বর্তমান নিয়ম বলছে, সন্দেহভাজনদের নাগরিকত্ব প্রমাণ করতে ফরেনার্স ট্রাইবুনালে এই সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখা হবে। তবে নতুন নিয়ম চালু হয়ে গেলে, নাগরিকত্ব প্রমাণ করতে 10 দিনের বেশি সময় পাবেন না সন্দেহভাজন বিদেশীরা।
নতুন নিয়ম নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী
নতুন নিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়া তুলে দিয়ে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি লাগু করা হবে। ফলে, 1950 সালের যে আইন ছিল তাই আবার কার্যকর করা যাবে। যদিও, গত জুনে বিধানসভায় এই আইন লাগু করার কথা জানিয়েছিলেন হিমন্ত।
We chaired an important meeting of the #AssamCabinet.
Sharing highlights with the media. https://t.co/Dk37Dwr4Ks
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 9, 2025
অবশ্যই পড়ুন: ভারতে পড়াশোনা করেছেন বালেন্দ্র শাহ, নেপালের হবু প্রধানমন্ত্রীর এই অতীত সবারই অজানা
বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন হিমন্ত
বিগত দিনগুলিতে অসম সহ গোটা দেশে যেভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দাপাদাপি বেড়েছে তা নিয়েই উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বেশ কয়েকবার এই সংক্রান্ত বিষয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে মুখ খুলে ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে বলতে শোনা গিয়েছিল, অসমের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস ক্রমশ বদলে যাচ্ছে। যা আটকাতে আমাদের সরকার বদ্ধপরিকর। তাছাড়াও গত মাসে, অসম রাজ্যে 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যু করা হবে না বলেও ঘোষণা করেন তিনি। এবার ঘোষণা করলেন, নাগরিকত্ব প্রমাণ করার নতুন নিয়ম কার্যকর করার কথা।