সহেলি মিত্র, কলকাতা: সাধারণ মধ্যবিত্তের জন্য রইল দারুণ সুখবর। আর মাত্র কয়েকদিন পরেই হু হু করে কমে যাবে দুধের দাম (Milk Price)। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার GST কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নিয়েছে যে প্যাকেজযুক্ত দুধকে ৫% জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হবে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বৃহত্তম দুধ উৎপাদনকারী ব্র্যান্ড আমুল এবং মাদার ডেয়ারির দুধের দামে তাৎক্ষণিকভাবে বদল ঘটবে।
দাম কমবে দুধের
জিএসটি ছাড়ের ফলে সাধারণ গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন কারণ দুধের উপর ৫% কর প্রত্যাহার করা হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দুধের মতো একটি অপরিহার্য পণ্যকে আরও সাশ্রয়ী করে তোলা যাতে প্রতিটি পরিবার সস্তা এবং মানসম্পন্ন দুধ পেতে পারেন। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।
আমুল পণ্যের মধ্যে, ফুল ক্রিম দুধ ‘আমুল গোল্ড’ প্রতি লিটারে প্রায় ৬৯ টাকা, যেখানে টোনড দুধ প্রতি লিটারে ৫৭ টাকায় বিক্রি হয়। একইভাবে, মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধ ৬৯ টাকা এবং টোনড দুধ প্রায় ৫৭ টাকায় পাওয়া যায়। মোষ এবং গরুর দুধের দামও প্রতি লিটারে ৫০-৭৫ টাকার মধ্যে। তবে ২২ সেপ্টেম্বর থেকে এই দাম অনেকটাই কমবে বলে খবর। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দুধের দাম প্রতি লিটারে প্রায় ৩ থেকে ৪ টাকা কমে যাবে।
লাভবান হবেন সাধারণ মানুষ
উদাহরণস্বরূপ, আমুল গোল্ডের দাম প্রায় ৬৫-৬৬ টাকায় নেমে আসবে, অন্যদিকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দামও একই পরিসরে আসার সম্ভাবনা রয়েছে। টোনড মিল্ক এবং মহিষের দুধের ক্ষেত্রেও একই রকম স্বস্তি দেখা যাবে। জানা যাচ্ছে, আমুল গোল্ড (ফুল ক্রিম)-এর দাম ৬৯ থেকে কমে ৬৫-৬৬ টাকার মধ্যে হতে পারে। এছাড়া আমুল ফ্রেশ (টোনড মিল্ক)-এর দাম ৫৭ টাকা থেকে কমে ৫৪-৫৫, আমুল টি স্পেশালের দাম ৬৩ থেকে থেকে কমে কমে ৫৯-৬০, মাদার ডেয়ারি ফুল ক্রিমের দাম ৬৯ থেকে কমে ৬৫-৬৬, মাদার ডেয়ারি টোনড মিল্ক –এর দাম ৫৭ টাকা থেকে কমে ৫৫-৫৬, মাদার ডেয়ারির মোষের দুধের দাম ৭৪ টাকা থেকে কমে ৭১ এবং মাদার ডেয়ারি গরুর দুধের দাম ৫৯ টাকা থেকে কমে ৫৬-৫৭ টাকা হতে পারে।