বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগের গ্রুপ পর্বে সর্বস্ব দিয়ে লড়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার লড়বে, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। সেই আসরে আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘরের মাঠে ইউনাইটেড কলকাতা এসসির বিপক্ষে নামতে হবে লাল হলুদ বাহিনীকে। আর তার আগেই বড়সড় সমস্যার মুখে কলকাতা ময়দানের অন্যতম প্রধান। জানা যাচ্ছে, চ্যাম্পিয়নশিপ ম্যাচে চোটের কারণে থাকতে পারছেন না বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার।
চ্যাম্পিয়নশিপ রাউন্ডের আগেই সমস্যায় ইস্টবেঙ্গল
কয়েকদিন আগেই গোড়ালিতে চোট পেয়েছিলেন শৌভিক চক্রবর্তী। ফলে, লাল হলুদের হয়ে চ্যাম্পিয়নশিপের ময়দানে তাঁর উপস্থিতি বর্তমানে প্রশ্নের মুখে। তাছাড়াও, দলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং বঙ্গ ফুটবলার সায়ন ব্যানার্জী কার্ডের জন্য প্রথম ম্যাচে থাকছেন না। আসলে নিয়ম যেহেতু 6 জন ভূমিপুত্র খেলানোর, তাই চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাঙালি ফুটবলার না থাকার কারণে চাপে পড়বেন লাল হলুদের কোচ বিনো জর্জ। যদিও শোনা যাচ্ছে, বিকল্প হিসেবে খেলতে পারেন জেসিন টিকে।
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইস্টবেঙ্গলের ম্যাচ কবে কবে?
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিটি দলকে কম করে তিনটি ম্যাচ খেলতে হয়, কাজেই প্রতিটি ম্যাচ দলগুলির কাছে ফাইনালের মতোই। বলে রাখি, আজ, বৃহস্পতিবার এই রাউন্ডের যাত্রা শুরু হচ্ছে ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা এসসি ম্যাচ দিয়ে। খেলা শুরু হবে, বিকেল 3টে থেকে। এরপর আগামী 14 সেপ্টেম্বর ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে কিশোর ভারতীতে নামবে ইস্টবেঙ্গল। ম্যাচের সময় বিকেল 3টে। এছাড়াও আগামী 22 তারিখ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে লাল হলুদ। ম্যাচের সময়, বিকেল 3টে।
অবশ্যই পড়ুন: নয়া দিল্লিকে চ্যালেঞ্জ করেই দেশছাড়া হলাম! দুর্দশার দায় ভারতের উপর চাপালেন কেপি ওলি
প্রসঙ্গত, কলকাতা লিগের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইস্টবেঙ্গল। দলের ছেলেদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে 23 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে জায়গা ধরে রাখে লাল হলুদ। গতবারের মতো এবারেও ঘরোয়া লিগের এ যাত্রায় একেবারে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে মশাল ব্রিগেড। আর সেই দাপট ধরে রেখেই শিরোপা জেতাটাই এখন প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের। এদিকে শোনা যাচ্ছে, 20 সেপ্টেম্বর থেকে শুরু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন। সেই মতোই, মঙ্গলবার সরকারিভাবে জয় গুপ্তাকে দলে ভিড়িয়ে নিয়েছে লাল হলুদ।