এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Vishwakarma Puja

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি কর্মীদের জন্য এক বড় সুখবর! চলতি মাসেই আরও একটি দিন যোগ হতে চলেছে ছুটির তালিকায়! জানা গিয়েছে বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja) উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর শ্রমিকদের উদ্দেশে ছুটির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ। আর এই ঘোষণায় আনন্দে আত্মহারা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

ছুটির বিজ্ঞপ্তি রাজ্যের

সম্প্রতি ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্তার অভিযোগ খবরের শিরোনামে উঠে এসেছে। আর তাই বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে তাঁদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই চালু করেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। এর আওতায় ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা যতদিন কাজ না পান, ততদিন তাঁরা মাসে ৫ হাজার টাকা ভাতা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যসাথী-সহ অন্যান্য পরিষেবামূলক প্রকল্পের সুবিধাও দেওয়া হতে চলেছে। এমতাবস্থায় শ্রমিকদের সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতেই এই উদ্যোগ!

গতকাল অর্থাৎ বুধবার, রাজ্যের অর্থ দপ্তরের তরফে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কর্মীদের উদ্দেশে। জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর, বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ছুটি থাকবে। আর আগে বিশ্বকর্মা পুজোয় সরকারি সার্বিক ছুটি থাকত না। এ বার থেকে ওই দিন সব সরকারি, সরকার অধিগৃহীত, সরকার পোষিত অফিস, পুরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসন, স্বশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে। নিজের এক্স হ্যান্ডেলে ছুটির কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সিদ্ধান্ত মূলত পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতেই নেওয়া হয়েছে।

Vishwakarma Puja

আরও পড়ুন: কাকদ্বীপে তৃণমূল নেত্রীকে তাড়াল গ্রামবাসীরা! ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ‘করম পুজো’ উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের। এর পরেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি দেওয়া হতে চলেছে বুধবার, ১৭ সেপ্টেম্বর। উপরন্তু, চলতি মাসের শেষেই রয়েছে দুর্গাপুজো। আগামী ২৬ সেপ্টেম্বর চতুর্থী, ২৭ তারিখ পঞ্চমী, ২৮ তারিখ ষষ্ঠী। সেক্ষেত্রে সরকারি কর্মীদের ২৯ সেপ্টেম্বর অর্থাৎ সপ্তমী থেকে ২ তারিখ পর্যন্ত দুর্গাপুজোর ছুটি থাকবে। আগামী ৩ ও ৪ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকছে। ৬ ও ৭ অক্টোবর লক্ষ্মী পুজোর জন্য দুদিন ছুটি থাকছে। সবমিলিয়ে পুজো উপলক্ষে, টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।

Leave a Comment