বিক্রম ব্যানার্জী, কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহীকে উড়িয়ে এশিয়া কাপের শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। বুধবার, UAE বাহিনীর বিপক্ষে মাঠে নেমেই বোলিং আক্রমণে প্রতিপক্ষকে ঘিরে ফেলেন কুলদীপ যাদব, শিবম দুবে, জসপ্রীত বুমরাহরা। সেই সূত্রেই, 57 রানে সর্বস্ব খুইয়ে মাঠ ছাড়ে প্রতিপক্ষ UAE। পরবর্তীতে ক্ষুদ্রাতিক্ষুদ্র লক্ষ্য তাড়া করতে নেমে 9 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আর এতেই বিরাট ইতিহাস রচনা করেছে সূর্যবাহিনী (Team India Unique Record)।
রোহিত, বিরাট, ধোনিরা যা পারেননি তা-ই করে দেখালো সূর্যর ভারত
বুধবার এশিয়া কাপের প্রথম আসরে সংযুক্ত আরব আমিরশাহীর 58 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে ছয় এবং পরের বলে চার হাঁকিয়ে শুরুর ওভারে 10 রান তুলে দেন অভিষেক শর্মা। এদিন 4 ওভারে 48 রানের জুটি গড়েন অভিষেক এবং শুভমন। তবে পরবর্তীতে 16 বলে 30 করে অভিষেক শর্মা আউট হয়ে গেলে গোটা ম্যাচের হাল ধরেন সূর্য কুমার যাদব এবং গিল।
দুই তারকাই একেবারে তুরি মেরে মাত্র 4.3 ওভার অর্থাৎ 27 বলেই নির্ধারিত লক্ষ্য পূরণ করে দলকে জয় উপহার দেন। অন্যদিকে 9 উইকেটের ব্যবধানে প্রথম আসরেই পরাস্ত হয় আরব আমিরশাহী। আর তাতেই এবার ইতিহাস রচনা করে ফেলল সূর্যকুমারের ভারত।
বলা বাহুল্য, গতকাল 27 বলে ভারতের জয়ের ম্যাচ ছিল টি-টোয়েন্টি ক্রিকেটার ইতিহাসে বিরল। আসলে, 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্রুততম রান তাড়া করার রেকর্ড ছিল গতকালের ম্যাচেই। এর আগে, কোনও টি-টোয়েন্টি ম্যাচে মাত্র 27 বলে নির্ধারিত লক্ষ্য পূরণ করে জয়ের নজির গড়তে পারেনি ডিম ইন্ডিয়া। অর্থাৎ, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের আমলে যা হয়নি বুধবার এশিয়া কাপের মঞ্চে তা করে দেখিয়েছেন সূর্যকুমার যাদব। তাই এই এশিয়া কাপ ভারতের জন্য বিশেষ।
অবশ্যই পড়ুন: এই কারণে আমার কোনও সন্তান নেই! নেপালে GenZ-র বিক্ষোভ নিয়ে ইমোশনাল কার্ড ওলির
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার পর আগামী 14 সেপ্টেম্বর প্রথমবারের মতো একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান। তবে তার আগে, সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে ভারতের এমন জয়, কার্যত চিন্তা বাড়িয়েছে পাক অধিনায়ক সলমান আলি আঘার। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গতকালের জয়টা শুধুই ভারতের সাফল্য ছিল না, UAE বধ করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছিল টিম ইন্ডিয়া।