সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে এসে গেল বৃহস্পতিবার। সেইসঙ্গে সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। চলতি সপ্তাহের TRP তালিকা দেখে আপনিও যে আকাশ থেকে পড়বেন সেটা গ্যারেন্টি দিয়ে বলা চলে। কেউ হয়তো ভাবতেও পারবে না এই সপ্তাহে পরশুরামের বদলে অপর এক মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে। সেইসঙ্গে স্টার জলসার এই ‘স্টার’ সিরিয়াল তালিকার অনেকটা নিচে চলে এসেছে। আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন মেগা বেঙ্গল টপার হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
চলতি সপ্তাহের বেঙ্গল টপার কোন মেগা?
এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাংলা মেগাগুলি একে অপরকে টেক্কা দিচ্ছে। মেগাগুলিতে আসছে একের পর এক ট্যুইস্ট। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকায় আমূল বদল ঘটতে পারে সেটা হয়তো স্বপ্নেও কেউ ভাবতে পারেননি। এক কথায় ওলটপালট হয়ে গিয়েছে। এদিকে সামনেই রয়েছে দুর্গাপুজো। আর পুজোর আবহে ইতিমধ্যে টিআরপি নম্বর কমতে শুরু করেছে। এবারে টপ মেগাগুলি ৭-এর গন্ডি অবধি পেরোতে পারেনি। যাইহোক, আর দেরি না করে জানিয়ে রাখি, চলতি সপ্তাহের বেঙ্গল টপারের মুকুট উঠল জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালের। শুনে চমকে গেলেন তো? তবে এটাই দিনের আলোর মতো সত্যি।
চলতি সপ্তাহে পরিণীতা ৬.৯ রেটিংস পেয়ে বেঙ্গল টপার হয়েছে। এই সিরিয়াল যেবার শুরু হয়েছিল তখন থেকে বেঙ্গল টপার হয়ে আসছিল। তবে মাঝে বেশ কিছুটা সময়ে সেরার তালিকা থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল। পরিণীতার জায়গায় বেশ কিছুটা সময়ে পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটি বেঙ্গল টপার হয়ে আসছিল। তবে এবার ফের একবার মেঘা কামব্যাক করল পরিণীতা। অপরদিকে চলতি সপ্তাহে ভালো ফল করেছে রাঙ্গামতি তিরন্দাজ। চলতি সপ্তাহের এই মেগা ৬.৬ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে। এছাড়া ৬.৫ রেটিংস পেয়ে তৃতীয় হয়েছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক।’
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
দেখুন TRP List
- বেঙ্গল টপার পরিণীতা 6.9
- দ্বিতীয়- রাঙ্গামতি তীরন্দাজ 6.6
- তৃতীয়- পরশুরাম 6.5
- চতুর্থ- রাজরাজেশ্বরী রাণী ভবানী, জগদ্ধাত্রী 6.4
- পঞ্চম- ফুলকি, চিরদিনই তুমি যে আমার 6.1
- ষষ্ঠ- আমাদের দাদামণি 5.9
- সপ্তম- চিরসখা 5.8
- অষ্টম- কথা 5.5
- নবম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 5.1
- দশম- কোন গোপনে মন ভেসেছে 4.8