২৪ ঘণ্টায় আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু ২ বাঘিনীর! কী কারণে? চলছে তদন্ত

Alipore Zoo

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র 24 ঘণ্টার মধ্যেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) মারা গেল দুই বাঘিনী। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রবল উদ্বেগ সৃষ্টি হয়েছে পশু প্রেমিদের মধ্যে। জানা যাচ্ছে, একটির নাম ছিল রুপা যার বয়স 21 বছর, আর অন্যটির নাম ছিল পায়েল যার বয়স 17।

চিড়িয়াখানার অন্দরমহলের সূত্রে খবর, দুজনেই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রকম সমস্যায় ভুগছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই কারণেই মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ময়নাতদন্তে নজর সকলের

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আলিপুর পশু হাসপাতালে দুটি বাঘেরই ময়নাতদন্ত করা হবে। আর গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে সংরক্ষণ করা হবে। অরণ্য ভবন এবং চিড়িয়াখানার অধিকারীদের দাবি, বাঘিনীদেরকে যত্নে কোনওরকম গাফিলতি হয়নি, তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্যই এই তদন্ত করা হচ্ছে।

সুন্দরবনেও বাঘের আক্রমণ

এদিকে আলিপুর চিড়িয়াখানার এই ঘটনার পাশাপাশি সুন্দরবন থেকেও এসেছে বিরাট দুঃসংবাদ। আসলে মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনার কালিদাসপুরের এক যুবক চিরঞ্জিত, যিনি রয়েল বেঙ্গল টাইগারের হামলায় নিখোঁজ হয়েছে বলে খবর। জানা গিয়েছে, চিরঞ্জিত তাঁর দুই সঙ্গীকে নিয়ে বুড়িরডাবরির জঙ্গল লাগোয়া এলাকায় খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিল। তিনজন যখন কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই হঠাৎ জঙ্গল থেকে বেড়িয়ে আসে এক পূর্ণবয়স্ক বাঘ। এরপর মুহূর্তের মধ্যেই নৌকায় ঝাঁপিয়ে পড়ে চিরঞ্জিতকে ধরে গভীর জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায়।

আরও পড়ুনঃ এই কারণে আমার কোনও সন্তান নেই! নেপালে GenZ-র বিক্ষোভ নিয়ে ইমোশনাল কার্ড ওলির

ওদিকে ঘটনার পর বাকি দুজন কোনওরকমে প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরে আসে। তাদের মুখে খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে চিরঞ্জিতের পরিবার। এমনকি গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তল্লাশি চালানো হচ্ছে। বুধবার সকাল থেকে ড্রোন এবং হ্যান্ডহেল্ড থার্মাল ক্যামেরা ব্যবহার করে খোঁজ চলছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান মেলেনি।

Leave a Comment