সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে কী তাহলে ভাবাদিঘি নিয়ে রেল জট (Bhabadighi Rail Project) কাটল? সাম্প্রতিক সময়ে সামাজিম মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে এখন এই প্রশ্নই উঠছে। আসলে বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইন প্রকল্পে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ভাবাদিঘি। স্থানীয় মানুষদের সঙ্গে রেল কর্তাদের বারবার আলোচনা হলেও জট যেন কাটারই নাম নিচ্ছে না। তবে এবার সেই জট কেটেছে বলে মনে হচ্ছে।
জট কাটল ভাবাদিঘির!
২০০১ থেকে ২০২৫ সাল, শিলান্যাস হলেও কাজ এগোয়নি ভাবাদিঘির। বিগত ২৪ বছর ধরে বিষ্ণুপুর-তারকেশ্বর রেল প্রকল্পের কাজ স্লথ গতিতে একটু একটু করে এগোচ্ছে। তবে একটা দিঘির কাছে গিয়ে বারবার ধাক্কা খেয়েছে রেল প্রকল্পটি। আর সেটি হল এই ভাবাদিঘি। রেলের বক্তব্য, এই ভাবাদিঘি বুজিয়ে রেললাইন হবে। তবে এই বিষয়টিই মানতে নারাজ স্থানীয় গ্রামবাসী। দুই পক্ষের টানাপড়েন শেষ অবধি গিয়ে হাজির হয় কলকাতা হাইকোর্ট অবধি। তবে অবশেষে আদালতের হস্তক্ষেপে সেখানে শুরু হল কাজ।
রীতিমতো পুলিশ দাঁড়িয়ে থেকে রেলের তরফে কাজ শুরু হল ভাবাদিঘিতে। প্রশ্ন উঠছে, তাহলে কি খুব শীঘ্রই ট্রেন পরিষেবা শুরু হবে? সে বিষয়ে জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে হুগলির গোঘাটে থাকা ভাবাদিঘিতে কাজ শুরু হল। মোতায়েন ছিল পুলিশ।
অবশেষে শুরু হবে ট্রেন পরিষেবা?
সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছিলেন যে, দ্রুত এই কাজ শুরু করতে হবে। কোনও বিক্ষোভ বরদাস্ত করা যাবে না। প্রয়োজনে পুলিশ-প্রশাসন সহায়তা করতে হবে রেলকে। এরপর কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আজ সকাল থেকে পুলিশ মোতায়েন সেখানে। পেলোডার লাগিয়ে কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য ছিল দিঘি বুজিয়ে কোনও কাজ করা যাবে না। ফলে এই দিঘির ওপর ব্রিজ তৈরি করে রেললাইন তৈরি করতে হবে। অবশেষে এবার এই কাজ শুরু হওয়ায় খুশি সকলে।